শেষ আপডেট: 27th December 2022 01:56
অযোগ্য শিক্ষকদের তালিকায় বালুরঘাটের তৃণমূল কাউন্সিলরের নাম! পোস্টার পড়ল শহর জুড়ে
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: 'অযোগ্য শিক্ষক'-এর তালিকায় ( SSC List ) তৃণমূলের এক কাউন্সিলরের ( TMC Councilor ) নাম! সেই কাউন্সিলরকে ‘ভুয়ো শিক্ষক’ বলে পোস্টার পড়ল বালুরঘাটে ( Balurghat )। দীপান্বিতা দেবসিংহ বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল। একই সঙ্গে তিনি বালুরঘাট প্রাচ্য ভারতী উচ্চ বিদ্যালয়ের লাইফ সায়েন্সের শিক্ষিকা।
কয়েকদিন আগেই ৯৫২ জন 'অযোগ্য শিক্ষকদের' তালিকা প্রকাশ করেছে স্কুল শিক্ষা পর্ষদ। সেখানে ৪১৭ নম্বরে রয়েছে দীপান্বিতাদেবীর নাম। বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয় বালুরঘাট জুড়ে। দীপান্বিতাদেবীর ওয়ার্ডের জায়গায় জায়গায় তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে।
যদিও প্রাচ্য ভারতী স্কুলের প্রধান শিক্ষক শ্যামাচরণ প্রামাণিক জানিয়েছেন, এখনও তিনি সরকারি কোনও কাগজপত্র পাননি। তাই এবিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।
গত বালুরঘাট পুরসভার নির্বাচনে ওই ওয়ার্ড থেকে দীপান্বিতা দেবসিংহের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির পরাজিত প্রার্থী ষষ্ঠী বসাক ভট্টাচার্য। এই ঘটনা সামনে আসতেই তিনি বলেন, 'সকালে উঠে পোস্টার দেখেছি, তাঁর (দীপান্বিতা দেবসিংহ) নামে অযোগ্য শিক্ষিকার কলঙ্ক লেগেছে।'
বালুরঘাট টাউনের বিজেপির মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত জানান, তৃণমূল কাউন্সিলর অযোগ্য শিক্ষিকা জানার পর কীভাবে তিনি ওয়ার্ডের কাজ করবেন? এই ঘটনা নিয়ে তদন্ত হওয়া উচিত।
তৃণমূল জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানান, 'সোশ্যাল মিডিয়ায় বেরনো লিস্ট নিয়ে কিছু বলার নেই। আদালতের মাধ্যমে সরকারি লিস্ট এলে তা আদালতের বিষয়। পাশাপাশি তিনি এও জানান কাউন্সিলরের নামে পোস্টার পড়েছে, এমন খবর দলের কাছে নেই। আদালত যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই নিয়ে দলের কিছু বলার নেই।'
এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, 'আমার শহর বালুরঘাটেও এক তৃণমূল কাউন্সিলরের অযোগ্য শিক্ষকের লিস্টে নাম রয়েছে। শুধু বালুরঘাট নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতার সন্তান, স্ত্রীয়ের নাম রয়েছে। আরও নাম বাড়বে। যাদের নাম রয়েছে তাদের চাকরি বাতিল হবে, কিন্তু যারা টাকা নিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।'
৬ মাসের শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন! শান্তিপুরের চিকিৎসকের কাণ্ডে দিশেহারা পরিবার