শেষ আপডেট: 24th September 2022 11:45
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: সার্কিট হাউসে থাকার ঘর পেলেন না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পুজো উদ্বোধন ও বিজেপির জেলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য রবিবার বালুরঘাট (Balurghat) যাচ্ছেন 'মহাগুরু'। তাঁর থাকার জন্য সার্কিট হাউসে (circuit house) বুকিং চেয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি ও পুজোর আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। কিন্তু শুক্রবার রাতে প্রশাসন জানিয়ে দেয়, আগাম বুকিং থাকার কারণে মিঠুনের থাকার ব্যবস্থা করা যাবে না। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
শনিবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপির প্রাক পুজো সম্মেলনে উপস্থিত ছিলেন 'মহাগুরু' মিঠুন। সেখানে ফের দাবি করেন ২১ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁর এই দাবি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এদিকে মিঠুন শনিবার রাতটা কলকাতায় থাকছেন না। বিজেপি সূত্রে খবর, শনিবার রাতের ট্রেনে মালদহ যাবেন এই অভিনেতা-রাজনীতিবিদ। সেখানকার এক বেসরকারি রিসর্টে উঠবেন। সেখান থেকে রবিবার গাড়িতে করে সকাল ১১টা নাগাদ বালুরঘাটে পৌঁছবেন। এরপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির দলীয় বৈঠকে যোগ দেবেন।
রবিবার বিকেলে বালুরঘাটের পাওয়ার হাউজ এলাকায় নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের দুর্গাপুজোর উদ্বোধন করার কথা মিঠুন চক্রবর্তীর। নিউটাউনের ক্লাব সম্পাদক অরিজিৎ মোহন্ত জানান, 'ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের কাছে মিঠুন চক্রবর্তীর জন্য সার্কিট হাউসে থাকার আবেদন করা হয়েছিল। কিন্তু আবেদনের চার দিন পর শুক্রবার রাতে হঠাৎ করে প্রশাসন জানায় আগাম বুকিং থাকায় আবেদন বাতিল করা হয়েছে।'
মিঠুন বললেন, তৃণমূলের ২১ বিধায়ক এখনও যোগাযোগ রাখছেন, ব্যাকআপ আছে
এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, 'বাংলা তথা ভারতের শ্রেষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সার্কিট হাউজে থাকার আবেদন বাতিল করায় বাঙালি তথা জেলাবাসীকেই অপমান করা হয়েছে।'
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার গোটা বিষয়টি প্রশাসনের ঘাড়ে ঠেলে দিয়েছেন। তিনি বলেন, 'সরকারি নিয়ম মেনে আবেদন জানালে প্রশাসন তার ব্যবস্থা করে। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকরাই বলতে পারবেন।'