শেষ আপডেট: 22nd November 2022 08:25
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল (Bad Road Condition)। তাই যাতায়াত করতে কার্যত হিমশিম খাচ্ছেন এলাকার মানুষ। বারবার বলেও রাস্তার হাল না ফেরায় ক্ষোভ উগরে দিয়েছেন পূর্ব বর্ধমানের রায়নার (Burdwan) মানুষ।
রায়নার ১ নম্বর ব্লকের মিরেপোতা থেকে খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। বর্ষার আগে রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু তারপর আর শেষ হয়নি। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ইন্দুটি এলাকার বাসিন্দা শেখ মৈনাল বলেন, “যে কন্ট্রাক্টরের অধীনে কাজ হচ্ছিল তার দেখাই পাওয়া যায় না এলাকায়। রাস্তার কাজও বন্ধ। কোনও জরুরি দরকারে কোথাও যেতে হলেই নাভিশ্বাস উঠছে এলাকার মানুষের। জানি না কবে এই ভোগান্তি থেকে বাঁচব আমরা।”
প্লাস্টার কাটতে গিয়েছিলেন রোগী, পানের দোকানে 'রেফার' করল হাসপাতাল
ইতিমধ্যেই মাঠ জুড়ে কৃষকদের ধান পেকেছে। চলছে ধান কাটা এবং তা বোঝাই করে ঘরে তোলার কাজ। রাস্তার দু'ধারে বিঘের পর বিঘে ধানের জমি। বেহাল রাস্তায় ধান বোঝাই ট্রাক্টর চালাতে গিয়েও বিপদের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। উল্টে যাচ্ছে মোটরভ্যান সহ বড় বড় গাড়ি। ধানের গাড়ি ঢুকলে সেই গাড়িও উল্টে গিয়ে বিপদ হতে পারে বলে আশঙ্কা। তাই দ্রুত রাস্তাটির কাজ সম্পূর্ণ করার আবেদন জানান কৃষকরা।
জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু রাস্তার কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন। তিনি বলেন, “টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। খুব দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে।” তবে কাজ শুরু না হওয়া পর্যন্ত এই আশ্বাসে বিশেষ ভরসা রাখতে পারছেন না এলাকার মানুষ।