শেষ আপডেট: 18th November 2018 15:54
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জেল থেকে ছাড়া পেয়ে সোজা প্রেমিকার বাড়িতে চড়াও হল যুবক! শুধু চড়াও নয়, রীতিমতো হুমকি দিয়ে, জোর করে, নাবালিকাকে নিয়ে চম্পট দিল সে! ঘটনায় আতঙ্কিত নাবালিকার পরিবার। সূত্রের খবর, মাস তিনেক আগে জলপাইগুড়ির কামারপাড়া এলাকার সঞ্জয় কর্মকার নামে এক যুবকের সঙ্গে এক নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে ওই নাবালিকা ছাত্রী জানতে পারে, তার প্রেমিক সঞ্জয় নানা রকম সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত। চুরি ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ কথা জানার পরেই সম্পর্ক থেকে সরে দাঁড়াতে চায় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা। এর মধ্যেই অন্য একটি অভিযোগে কয়েক দিনের জন্য শ্রীঘর দর্শন হয় সঞ্জয়ের। অভিযোগ, শুক্রবার জেল থেকে মুক্তি পেয়েই জলপাইগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকার বাড়িতে চড়াও হয় সঞ্জয়। জানতে চায়, তার প্রেমিকা কোথায়। হুমকি দেয়, প্রেমিকাকে তুলে নিয়ে যাওয়ার। বাধা দিলে নাকি সে অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে দেবে! মেয়েটি সে সময়ে ঘরে ছিল না। উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল। তাই তাকে না পেয়ে তার মাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পরিবারের। পরে ওই নাবালিকা মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ি নিয়ে পথ আগলে দাঁড়ায় সঞ্জয়। এর পরেই সে ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রীর পরিবার অপহরণের অভিযোগ দায়ের করার পরে পুলিশ ও এলাকার ছেলেরা মিলে গতকাল রাতে ময়নাগুড়ি এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে। সঞ্জয় পলাতক। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, "অভিযানে নেমে আমরা নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছি। অভিযুক্ত দ্রুত গ্রেফতার হবে।"