শেষ আপডেট: 9th May 2022 08:26
দ্য ওয়াল ব্যুরো: ২৫ শে বৈশাখ বিধানসভায় রবিপ্রণাম অনুষ্ঠান ছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই এসেছিলেন বাঙালির মননে থাকা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠান শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, বিধানসভায় রবীন্দ্র জয়ন্তী হল। কিন্তু বাবুল সুপ্রিয় (Babul Supriyo) আসতে পারলেন না। তিনি এলে তো দুটো সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন!
বাবুল (Babul Supriyo) আসবেন কী করে! বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে জিতলেও তিনি এখনও বিধায়ক হিসেবে শপথ নেননি। রাজভবনে ঝুলে রয়েছে ব্যাপারটা। স্পিকার বিমানবাবুকে বাবুলের গানের প্রসঙ্গ বলতেই হেসে ফেলেন তিনি। বলেন, “হ্যাঁ! উনি (বাবুল সুপ্রিয়) ভাল রবীন্দ্রসঙ্গীত গান। আজ না হোক কাল তো আসবেন!”
এরপরেই স্পিকার বলেন, “ওঁর শপথগ্রহণ কেন এখনও করা যাচ্ছে না তা রাজ্যপালকে জিজ্ঞেস করুন। এটা আমার হাতে নেই।” তিনি আরও বলেন, “রাজ্যপাল তো নিজেই ওঁকে শপথবাক্য পাঠ করাতে পারেন। এত জটিলতার তো কিছু নেই। বিষয়টা নিয়ে অযথা বিলম্ব হচ্ছে।”
বাবুলের শপথ নিয়ে গোড়া থেকেই জটিলতা চলছে। পরিষদীয় দফতর বাবুলের শপথের ব্যাপারে যে ফাইল রাজভবনে পাঠিয়েছিল তা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার সচিবকে চিঠি দেন। ধনকড় বলেন, একাধিক প্রশ্নের জবাব তিনি পাননি। পাল্টা বিধানসভার সচিবালয় চিঠি দিয়ে বলে, বাবুল সুপ্রিয়র শপথ সংক্রান্ত সব কিছু ওই ফাইলে ছিল। এরপর রাজ্যপাল বাবুলের শপথের ভার দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু তিনি অসুস্থ। তিনিও রাজ্যপালকে জানান, শপথ তিনি করাতে পারবেন না।
রাজভবন-বিধানসভার ফাইল ঠেলাঠেলিতে বাবুলের শপথ আটকে রয়েছে। এর মাঝে বাবুল এবং রাজ্যপালের টুইট টক্করও চলেছে। কিন্তু এখনও কোনও পথ বেরোয়নি। রবীন্দ্রজয়ন্তীতে তা নিয়েই রাজ্যপালের কোর্টে বল ঠেললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।