শেষ আপডেট: 4th January 2022 10:05
দ্য ওয়াল ব্যুরো: কোভিড আক্রান্ত আশঙ্কাজনক রোগীদের ককটেল জ্যাব দিচ্ছেন চিকিৎসকরা। যার দাম বিপুল। মঙ্গলবার সেই দাম নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন বাবুল সুপ্রিয়।
বাবুলের পরিবার কোভিডে আক্রান্ত হয়েছে। বাবুল নিজে এই নিয়ে তৃতীয় বার কোভিড পজিটিভ। তাঁর বাবার ৮৪ বছর বয়স। বাবুল টুইটে লিখেছেন, আপৎকালীন ওষুধ হিসেবে ককটেল জ্যাব দিতে হবে বাবাকে। যার দাম ৬১ হাজার টাকা। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা টুইটে লিখেছেন, এই ককটেল জ্যাবের দাম ৬১ হাজার টাকা। তিনি নয় এটা কিনে নেবেন। কিন্তু যাঁরা আর্থিক ভাবে পিছিয়ে পড়া, তাঁরা কী করবেন? তাঁরা কি এই জ্যাব কিনতে পারবেন? টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল।
অনেকের মতে, বাবুল রাজনীতির কেরিয়ারের শুরু থেকেই ক্ষমতার বৃত্তে ছিলেন। তাই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তাঁর হয়তো সম্যক ধারণা নেই। এখন ক্ষমতার বাইরে রয়েছেন, তাই হয়তো তাঁকে এই বিষয়গুলি ছুঁয়ে যাচ্ছে।
কারও কারও বক্তব্য, আর্থিক কারণেই দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন যথাযথ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারের বিষয়ও ‘ফেলো কড়ি মাখো তেলের’ পর্যায়ে চলে গিয়েছে। যদিও কোভিড পর্বে অনেক ক্ষেত্রেই সরকারকে দায়িত্ব তুলে নিতে হয়েছে।
অনেকের মতে, মহামারীর পরিস্থিতিতে সেটা করতে বাধ্য হয়েছে সরকার। তবে এই মহামারীর সময়েও গলা কাটা বিল নেওয়া, ব্ল্যাকে জীবনদায়ী ইঞ্জেকশন বিক্রি, অক্সিজেন সাপ্লাইয়ের ঘটনা ঘটেছে। যদিও সরকারি হাসপাতালগুলি পরিকাঠামোকে আগের থেকে মজবুত করেছে। কিন্তু তারপরেও এই ধরনের ককটেল জ্যাবের মতো অত্যাবশ্যক বিষয় রয়েছে। যা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। বাবুল সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন, যাঁদের সেই পকেটের জোর নেই তাঁরা কী করবেন?
টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টি আকর্ষণ করে বাবুল দাবি জানিয়েছে, অবিলম্বে এই জ্যাব সরকারি হাসপাতালে দেওয়া হোক। এমনকি টিকাকরণ প্রক্রিয়ার মধ্যেও এই জ্যাব অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাবুল।