শেষ আপডেট: 1st April 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীল (Ayan Shil) ১ হাজার জনের থেকে ৪৫ কোটি টাকা তুলেছিল বলে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
শনিবার অয়ন শীলকে ফের আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে বলেন, ইডি চাইলে অয়নকে জেলে গিয়ে জেরা করতে পারবে।
এদিন আদালতে শুনানির সময়ে ইডির আইনজীবী ফিরোজ ইডুলজি বলেন, মাত্র ১৩ দিনে অয়নকে জেরা করে তার ৮ টি ফ্ল্যাট ৫ টি গাড়ি এবং ১ টি পেট্রল পাম্পের হদিশ পাওয়া গিয়েছে। কীভাবে ও এত টাকার সম্পত্তি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ধৃত অয়ন শীল পুরসভার নিয়োগ পরীক্ষায় ওএমআর শিট বিকৃত করার সঙ্গে জড়িত ছিল বলেও দাবি করেছেন ইডির আইনজীবী। ইডি জানিয়েছে, যে সব পরীক্ষার্থী সঠিক উত্তর দিয়ে বেশি নম্বর পেতেন তাদের ওএমআর শিট বিকৃত করা হত। সঠিক অপশনের পাশাপাশি ভুল উত্তরের ঘরেও পেনশিল দিয়ে ডার্ক করা হত। তার ফলে নম্বর কমে যেত। আবার অযোগ্য প্রার্থীদের উত্তরপত্রে ওএমআর শিটে সঠিক ঘরে টিক দেওয়া হত।
অয়নকে এদিন নগর দায়রা আদলতে পেশ করা হল বিচারক তার সংস্থা নিয়েও প্রশ্ন তুলেছেক। তিনি জানতে চেয়েছেন, অয়নের এবিএস ইনফোজোন সংস্থাকে কেন পরীক্ষা সংক্রান্ত টেন্ডার দেওয়া হয়েছিল? ওই সংস্থা আসলে কী করত? এর জবাবে অয়নের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল হলেন এক জন ব্যবসায়ী। পুরসভায় কর্মী নিয়োগ সংক্রান্ত সবরকমের কাজ করত অয়নের সংস্থা। তিনি এও জানিয়েছেন, অয়ন চাকরি দেওয়ার কেউ নন। নিয়োগ সংক্রান্ত ব্যাপার তাঁর হাতে ছিল না। তাঁরা কেবল প্রার্থী নির্বাচন করে তা পুরসভার কাছে পাঠিয়ে দিতেন। পুরসভা এরপর নিয়োগ করত। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ নেই।
ইডি এদিন আরও দাবি করেছে যে অয়নকে জেরা করে আরও ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। তবে তাঁদের নাম এদিন এজলাসে জানাননি ইডির আইনজীবী।
বাংলায় শিক্ষা দুর্নীতি দেখে কবিগুরুর হৃদয় রক্তাক্ত হচ্ছে, আদালতে ইডি