শেষ আপডেট: 1st June 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নদিয়ার পর এবার পূর্ব বর্ধমান। আরও এক পুলিশকর্মী অস্বাভাবিক মৃত্যু ঘটল। মৃতের নাম পুষ্পেন ঘোষ। তিনি আউশগ্রাম থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। ৪৬ বছরের ওই পুলিশকর্মীর দেহ মিলল ব্যারাক থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ডিউটি করেছিলেন পুষ্পেন। সন্ধেয় ব্যারাকে ফিরেছিলেন। সকালে তাঁর ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু বেলা গড়িয়ে গেলেও তিনি থানায় আসেননি। তাই ব্যারাকে তাঁকে ডাকতে যান সহকর্মীরা। সেখানেই একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুষ্পেন ঘোষ নামে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর পরিবার বর্ধমানে থাকে। তাঁদেরও খবর দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় রয়েছেন তাঁর সহকর্মীরা।
কয়েকদিন আগে একই ধরণের ঘটনা ঘটে। নদিয়ায় থানার কাছে একটি বাড়ি থেকে উদ্ধার হয় নাকাশিপাড়া থানার এসআই গৌড়গোপাল গঙ্গোপাধ্যায়ের দেহ। আদতে তাঁর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। তিনি নাকাশিপাড়ায় বাড়ি ভাড়া করে থাকতেন।
গত ২৮ মে গৌড়গোপালবাবুরও সকালে ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনিও থানায় যাননি। গৌড়গোপালবাবু যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখানে খোঁজ নিতে গেলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে ওই বাড়ি থেকে একটি সুইসাইড নোট মিলেছিল। সেই নোট থেকে তাঁর মানসিক অবসাদের কথা জানতে পারেন তাঁর সহকর্মীরা।
মোদী, শাহ, নাড্ডা এমাসেই বঙ্গ সফরে, সুকান্ত চান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্টদের বৈঠক