শেষ আপডেট: 1st September 2023 13:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রিসর্টে ডেকে এক বিবাহিতা তরুণীকে গণধর্ষণের (Gang Rape Case) অভিযোগ উঠল আউশগ্রামে (Aushgram)। তরুণীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ দু'জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম অরবিন্দ মিশ্র ওরফে গোপাল এবং বঙ্কিম চন্দ্র। ঘটনাটি ঘটেছে আউশগ্রামের ভালকি মাচান রিসর্টে।
অভিযোগকারিণী ওই তরুণী জানিয়েছেন, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকায়। ফেসবুকে ইউটিউব ভিডিওর শ্যুটের একটি বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেছিলেন। সেই সূত্রে তাঁর সঙ্গে অরবিন্দ মিশ্রর সঙ্গে আলাপ হয়। অরবিন্দর সঙ্গে ফি বাবদ তাঁর ৫১২০ টাকার চুক্তি হয়। গত ৭ অগস্ট ছিল শ্যুটের দিন। সেদিন ওই তরুণী তাঁর স্বামীকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। শ্যুটের পর তিনি বাড়িও চলে যান। এমনকি চুক্তি মোতাবেক তাঁর টাকাও মিটিয়ে দেওয়া হয়।
তরুণীর অভিযোগ, ওই দিন ফোটোগ্রাফার অরবিন্দ মিশ্র ওরফে গোপাল ও রিসর্টের কেয়াটেকার বঙ্কিম চন্দ্র মিলে তাঁকে রির্সটের একটি ঘরে আটকে রেখে গণধর্ষণ করে। এমনকী স্বামীকে মেরে ফেলার হুমকিও দেয়। তাঁরা কোনও অভিযোগ না করেই বাড়ি চলে যান।
মহিলার দাবি, বুধবার রাতে অরবিন্দ ফোন করে জরুরি কাজে আছে বলে ফের বৃহস্পতিবার রিসর্টে আসার জন্য তাকে বলে। সেইমতো মহিলা ও তার স্বামী আবার ভালকি মাচান রিসর্টে যান। অভিযোগ, বৃহস্পতিবার তাকে ফের গণধর্ষণ করে অভিযুক্তরা। এরপর বৃহস্পতিবার রাতেই মহিলা দু'জনের বিরুদ্ধে আউশগ্রাম থানায় এফআইআর দায়ের করেন। তবে ওই তরুণী কেন দ্বিতীয়বার অভিযুক্তদের ডাকে রিসর্টে গেলেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে।
ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্র পাঠক জানান,ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অরবিন্দ এবং বঙ্কিমকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: স্কুলের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ! অভিযোগে তোলপাড় মালদহ