শেষ আপডেট: 15th July 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গণনাকেন্দ্রে (wb panchayat election 2023) পেশিশক্তি দেখিয়ে শাসক দল হারিয়ে দিয়েছে তাঁদের। এমন অভিযোগ তুলে বিরোধীরা যখন হাইকোর্টের দ্বারস্থ সেই সময়েই তোলপাড় ফেলে দিল বর্ধমানে ভাইরাল হওয়া একটি অডিওক্লিপ (audio clip of TMC leaders)। ভোটকর্মীদের চাপ দিয়ে গণনাকেন্দ্রে সিপিএমের প্রার্থীদের হারিয়ে দেওয়া নিয়ে বর্ধমান ১ নম্বর ব্লকের (Burdwan) দুই তৃণমূল কর্মীর কথোপকথনের ওই অডিও এখন বিরোধীদের কাছে বড় হাতিয়ার হল। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
বৃহস্পতিবার রাতে ১৩ মিনিট ২২ সেকেন্ডের ওই অডিও প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব। খোঁজ নিয়ে জানা যায়, ভাইরাল হওয়া অডিও ক্লিপে যাঁদের গলা শোনা গেছে, তাঁদের একজন বর্ধমান ১ নম্বর ব্লকের সদর কামনাড়ার বাসিন্দা তন্ময় ঘোষ। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই তাঁর পরিচিতি। অডিওর বিষয়ে এদিন তন্ময়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “লোক মুখে কিছু কথা শুনে বৃস্পতিবার দুপুরে আলোচনা করেছিলাম। পরে খোঁজ নিয়ে দেখেছি ওই সবই মিথ্যা। সঠিক গণনাতেই তৃণমূল প্রার্থীরা জিতেছে।” সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর এবং অপরজনের কথা অনুযায়ী, “বর্ধমান (Burdwan) ১ নম্বর ব্লকের খেতিয়া ও বাঘাড় ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 'গোহারা' হেরেছে।
খেতিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি অশোক দত্ত ১০ নম্বর বুথে দাঁড়িয়েছিলেন। কথোপকথনে উঠে এসেছে – “অশোক হেরে গেলেও তৃণমূলের দুই নেতার চাপে গণনাকর্মীরা সিপিএম প্রার্থীকে হারিয়ে অশোক দত্তকে ২৮ ভোটে জয়ী করে।” অশোক দত্ত বলেন, “সব মিথ্যা। গ্রামের মানুষ আমায় ভোট দিয়েছে। তাতেই আমি জিতেছি। বন্ধুদের সঙ্গে তৃণমূলের কেউ কিছু আলোচনা করতেই পারে। সেটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।”
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে একজন অপরজনকে বলছে, “গণনাকেন্দ্রে প্রথমে বিরোধীদের মেরে তাড়িয়ে দেওয়া হয়। গণনা শুরু হওয়ার পরে যখন দেখা যায় তৃণমূলের প্রার্থীরা হারছে, তখন নেতারা গিয়ে গণনাকেন্দ্রের কর্মীদের চাপ দিয়ে ফল পাল্টে তৃণমূলের প্রার্থীদের জেতায়।” তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য ও জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী গণনাকেন্দ্রের কর্মীদের 'চাপ' দিয়েছে বলেও অডিও কথোপকথনে শোনা যাচ্ছে। উল্টো দিকের যুবকটিকে এরপর বলতে শোনা যায়, বিরোধীদের গণনাকেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে জয় এখন হয়তো নিশ্চিৎ করা গেল, কিন্তু লোকসভায় পরিস্থিতি 'কঠিন' হয়ে যাবে।
সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, “সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওয় তৃণমূল কর্মীদের কথাবার্তাই প্রমাণ করছে, গণনাকেন্দ্রেও ভোট লুট করে পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। যা হয়েছে সেটাই পরিষ্কার।”