শেষ আপডেট: 17th September 2023 04:39
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফাঁকা চেম্বারে একা পেয়ে জ্বরে আক্রান্ত তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে (attempted rape of young woman against doctor-Tmc leader)। অভিযুক্ত চিকিৎসক সুব্ত সরকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়।
অভিযুক্ত চিকিৎসক তৃণমূল নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা ও তার পরিবার। অভিযোগের ভিত্তিতে (attempted rape of young woman against doctor-Tmc leader) তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশকে নির্যাতিতা তরুণী জানায়, বহু, বছর ধরে তাঁর পরিবারের সকলেই সুব্রত সরকারের কাছে চিকিৎসা করাতেন। শনিবার সন্ধ্যায় টিউশনি করে বাড়ি ফেরার পথে জ্বর বেশি থাকায় ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন।
তরুণীর অভিযোগ, “সে সময় চেম্বারে কেউ ছিল না। ওষুধ নিয়ে বেরোনোর সময় হঠাৎ অভিযুক্ত চিকিৎসক পেছন থেকে জড়িয়ে ধরে। ছাড়িয়ে বেরোতে গেলে জোর জবরদস্তি করতে থাকে ওই চিকিৎসক।” কোনওমতে সেখান থেকে নিজের ঘরে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানান তরুণী। রাতেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
জানা গিয়েছে, অভিযুক্ত সুব্রত সরকার তৃণমূলে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকার রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: নিচুজাতের মেয়েকে বিয়ে, সেবায়েতের ছোঁয়ায় ‘অশুদ্ধ’ জগন্নাথ! তুলকালাম পুরীর মন্দিরে