শেষ আপডেট: 11th February 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচন এখনও ঘোষণা হয়নি। দফায় দফায় বিশৃঙ্খলা হচ্ছে ক্যানিংয়ে। এবার তৃণমূল কর্মীদের মারধরের ( Attacked On TMC ) অভিযোগ উঠল বিজেপির ( BJP ) বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছে তৃণমূলের দুই কর্মী।শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিড়ীপুর পঞ্চায়েতের রজতজুবিলি গ্রামে এই ঘটনা ঘটে।
এদিন ৯ টা নাগাদ স্থানীয় পার্টি অফিস থেকে মিটিং সেরে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন তৃণমূল কর্মী সুশান্ত সরকার ও অচিন সরকার। পার্টি অফিসের কাছে তাঁদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী।
অভিযোগ, ওই দুই তৃণমূল কর্মীকে টেনে হিঁচড়ে বাইক থেকে নামায় তারা। লাঠি,লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। কোনওরকমে দুষ্কৃতীতে হাত থেকে পালিয়ে বাঁচে সুশান্ত ও অচিন। তাদের বাইকেও পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পরে দলীয় কর্মীরা খবর পেলে ওই দু'জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
হঠাৎই নড়ে উঠল ট্রেন, লাইনে পড়ে গেলেন মহিলা! ছুটতে শুরু করল মালগাড়ি, তারপর…
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলা পরিষদ সদস্য অনিমেশ মণ্ডল বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতী রঞ্জন মণ্ডল, রতন মণ্ডল, মনোতোষ জোতদার, হরিপদরা এলাকায় এই কাণ্ড ঘটিয়েছে। তৃণমূলকে বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। দু'জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
যদিও ঘটনার দায় অস্বীকার করেছেন বিজেপি জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সরদার। তিনি বলেন ‘বিজেপি কোনদিনই রক্তের রাজনীতি করেনা। যে কোন গন্ডগোল হলেই তৃণমূল বিজেপিকে দেখতে পায়। এটা ওদের একটা স্বভাবে পরিণত হয়েছে।' এই ঘটনার মধ্যে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি।
ইতিমধ্যে সুন্দরবন কোস্টাল থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ।