শেষ আপডেট: 25th July 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: একই রাতে উত্তরবঙ্গের দুই জেলায় আক্রান্ত হল পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন পুলিশ কর্মীরা। ধারাল অস্ত্রের আঘাতে জখম হন চার পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতে নাকা চেকিংয়ের সময় পুলিশের গাড়ি লক্ষ্য় করে গুলি চালায় দুষ্কৃতীরা।
প্রকাশ্য রাস্তায় এক যুগলের উপর অকথ্য অত্যাচারের ঘটনায় কয়েকদিন আগেই সংবাদের শিরোনামে এসেছিল উত্তর দিনাজপুরের চোপড়া। অভিযুক্ত দুষ্কৃতী জেসিবি ওরফে তাজেমুল ইসলাম এখনও জেলে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন জেসিবির কথাই সেখানে আইন। জেসিবি ধরা পড়লেও চোপড়ায় যে দুষ্কৃতীরাজ কায়েম তা আবার প্রমাণ হল বুধবার। গভীর রাতে চোপড়ার আমতলায় অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
হামলায় গুরুতর জখম হন পুলিশের দুই আধিকারিক, এক কনস্টেবল ও একজন গাড়ির চালক। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
অন্যদিকে একটি সন্দেহজনক গাড়িকে আটক করতে গিয়ে জলপাইগুড়িতে বিপদের মুখে পড়লেন জেলা পুলিশের কর্মীরা। কোনও রকমে প্রাণে বেঁচেছেন তাঁরা। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির দিন বাজার এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় একটি গাড়িকে দেখে সন্দেহ হয় সেখানে থাকা পুলিশ কর্মীদের। গাড়ির আরোহীদের জিজ্ঞাসাবাদ করতে যেতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা।
পুলিশ গাড়িটিকে ধাওয়া করতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। অন্তত তিন রাউন্ড গুলি চলে বলে পুলিশের দাবি। তারপরে আর গাড়িটিকে ধরা যায়নি। জেলা পুলিশের এক পদস্থ কর্তা ঘটনাটি স্বীকার করে নিয়ে জানান, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির খোঁজ চলছে।