শেষ আপডেট: 23rd December 2020 08:15
তৃণমূলের সভার আগেই তেতে উঠল কাঁথি, বিজেপির মিছিলে হামলার অভিযোগ
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কাঁথিতে তৃণমূলের মিছিলের আগেই রামনগরে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল। রামনগর-২ ব্লকের দেপালে বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকজন বিজেপির কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনের। বিজেপির অভিযোগ, তাঁদের ১০ জন কর্মী আহত হয়েছেন। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল হচ্ছিল, সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে মিছিলের ওপর অতর্কিতে বাঁশ ও লাঠি নিয়ে হামলা চলে। অনুপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, "তৃণমূল আচমকা আমাদের ওপর হামলা চালায়, পুলিশ চাটুকারের মতো নীরব দর্শক হয়ে দেখছে। আমরা হিসাব এবার বুঝে নেব।" জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল। রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "আজ কাঁথিতে আমাদের সভা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিমরা। তৃণমূলের খর্মী সমর্থকরা সভাস্থলে যাওয়ার পথে তাঁদের উপর হামলা চালায় বিজেপি। অভিযুক্তদের ছাড়া হবে না। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"