শেষ আপডেট: 31st August 2023 11:31
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ (ATM Loot)। তদন্তে নেমে তিলজলার বাসিন্দা মহম্মদ সাহিল নামে এক যুবককে গ্রেফতার করল বালি থানার পুলিশ। এটিএম থেকে টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন বালি থানার (Bali Police) হোমগার্ড সন্তোষ স্বর্ণকার।
সংশ্লিষ্ট গ্রাহক এটিএম থেকে বেরিয়ে গেলেই দুষ্কৃতী ঢুকে মেশিন থেকে ডিভাইসটি বের করে টাকা নিয়ে চলে যাচ্ছে। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়তেই সক্রিয় হয় পুলিশ। এটিএম গুলোতে সাদা পোশাকে পুলিশ গ্রাহক সেজে নজরদারি শুরু করে। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে মহম্মদ সাহিল।
বৃহস্পতিবার আদালতে পেশ করে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং জানান, এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
আরও পড়ুন: ডোমজুড়ে যুবতী খুনে ব্যবহৃত পিস্তল উদ্ধার, কলকাতা থেকে ডুবুরি আনিয়েছিল পুলিশ