শেষ আপডেট: 28th March 2022 07:12
দ্য ওয়াল ব্যুরো: তুলকালাম কাণ্ড বিধানসভায় (Assembly Clash)। তৃণমূল-বিজেপির মুখের সংঘাত গড়াল হাতাহাতিতে। যে ঘটনায় তৃণমূলের চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কাঁদতে কাঁদতে অভিযোগ করলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে ঘুষি মেরেছেন। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে, অধিবেশন কক্ষে শাসকদলের বিধায়করাই তাণ্ডব চালিয়েছে।
এদিন অধিবেশন কক্ষে ধুন্ধুমার (Assembly Clash) হয়ে যাওয়ার পর বাইরে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দেখা যায় পাশেই রয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। যিনি বিধানসভা ভোটে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন।
ববি হাকিমের কথার মাঝেই দেখা যায় অসিত মজুমদার কাঁদছেন। এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওরা (পড়ুন বিজেপি) আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল। আমি গিয়ে বললাম মহিলাদের গায়ে হাত দিচ্ছ কেন। তখন শুভেন্দু টেনে আমায় একটা ঘুষি মারল। শুভেন্দু নিজে আমায় মেরেছে।"
তৃণমূলের দাবি, অসিত মজুমদার, নির্মল মাজি-সহ বেশ কয়েকজন বিধায়ক বিজেপির হামলায় জখম হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসিত মজুমদার জানিয়েছেন, তাঁর ডান চোখের নীচের দিকে সপাটে ঘুষি মারা হয়েছে।
এমনিতে বাংলার বিধানসভায় হাতাহাতি, মারামারি নতুন ঘটনা নয়। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়েও এমন ঘটনা ঘটেছিল। সেই সময়ে বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। চিটফান্ড ইস্যুতে আলোচনা চাওয়া নিয়ে কুরুক্ষেত্র বেঁধেছিল বিধানসভায়। সিপিএমের দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়দের পেটানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এদিন ফের একবার হাতাহাতির ঘটনা ঘটল বিধানসভায়।
বিধানসভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি