শেষ আপডেট: 24th September 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বয়স মেরেকেটে ৪-৫ বছর হবে। রাস্তার ধারে বসে হাপুস নয়নে কাঁদছিল সে। দেখতে পেয়েই সন্দেহ হয় আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের (Asansol south traffic guard) ট্যাঙ্গো মোবাইল অফিসার এএসআই পার্থসারথি মুখোপাধ্যায়ের। বুঝতেই পারেন, ছোট্ট ছেলেটি কোনওভাবে বাড়ির লোকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেষমেশ তাঁর তৎপরতাতেই মায়ের কোলে ফিরতে পারল চার বছরের ছেলে (boy reunited with mother)।
এরপর শুরু হয় শিশুটির মায়ের সন্ধানে তল্লাশি। হটন রোড সংলগ্ন বাজার এলাকায় শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় ৪৫ মিনিট ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর শিশুটির মায়ের খোঁজ পাওয়া যায়। জানা যায়, চার বছরের শিশুটির নাম আয়ন খান। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত রাঙ্গানিয়া পাড়ায়।
শিশুটির মা ছেলেকে শনাক্ত করেন। সঠিক যাচাই অর্থাৎ প্রপার ভেরিফিকেশনের পর আসানসোলের জিটি রোডের বস্তিন বাজার মোড় সংলগ্ন আসানসোল দক্ষিণ টিজি অফিসে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে ফিরে পেয়ে আত্মহারা মা। আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সামনেই দুর্গাপুজো। সেই ভিড় সামলানোর লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তাই আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের এই তৎপরতায় আসন্ন পুজোয় নিরাপত্তার কথা ভেবে শহরের বাসিন্দারা স্বস্তিতে রয়েছেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবিভিপি-র দখলেই, আলাদা লড়াই করে ডুবল বাম-কংগ্রেসের ইউনিয়ন