শেষ আপডেট: 11th October 2021 06:49
কুমোরপাড়ার গরুর গাড়ি, তার ভেতরে হাট! নজরকাড়া থিমপুজো আসানসোলে
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে (asansol) আপকার গার্ডেন পুজো মণ্ডপের এবারের থিম 'কুমোরপাড়ার গরুর গাড়ি'। মণ্ডপে প্রবেশের মুখেই বিশাল আকারের দুটি গরুর ভাস্কর্য চোখে পড়বে। যার পেছনেই রয়েছে বাকি শিল্পসম্ভার। আস্ত এক হাট বসেছে সেখানে। বকশিগঞ্জের পদ্মাপাড়ের ছবিও পেছনেই আঁকা। প্রাচীন বাংলার বিভিন্ন ব্যবসায়ীরা বসে আছেন যেন ঠিক পদ্মাপাড়েই। তাঁদের বিক্রিবাটার দৃশ্য ধরা পড়েছে সেখানে।এই সবটাই অবশ্য মণ্ডপশিল্পীদের হাতে গড়া। রবি ঠাকুরের পদ্য সমৃদ্ধ বইয়ের পাতা হঠাৎ বাস্তব হয়ে পড়লে যেমন হয়, এই পুজো মণ্ডপ ঠিক তেমনই। ছোট বড় সকলেরই মন জুড়িয়ে গেল শিল্পকীর্তি দেখে।
তেলের দাম বাড়ল টানা ৭ দিন! পুজোয় গাড়িভাড়া আকাশছোঁয়া, নাভিশ্বাস মধ্যবিত্তের
পঞ্চমীর রাতে সেই পুজোর উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সশরীরে হাজির হননি। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যখন মণ্ডপের উদ্ধোধন করা হয় তখন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আসানসোল আপকার গার্ডেন পুজো মন্ডপে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ।