শেষ আপডেট: 28 July 2022 06:10
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার তখন সন্ধে গড়িয়ে গিয়েছে। ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে যখন অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ইডি বের করে আনছে তখন মাস্কে মুখ ঢাকা অভিনেত্রী তথা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ চিৎকার করে বলছিলেন, "আমায় ফাঁসানো হচ্ছে। সব বিজেপির চাল।"
সেটা বোধহয় ছিল একেবারেই প্রাথমিক প্রতিক্রিয়া। বা ধারণা তৈরির চেষ্টা। কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে, লাগাতার জেরায় গোপন কথা উগরে দিতে শুরু করেছেন অর্পিতা।
কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, জেরার মুখে অর্পিতা জানিয়েছেন, তাঁর দুটি ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) লোকজন গিয়ে রেখে আসতেন। অর্পিতার আরও দাবি, যে ঘরে টাকার স্তূপ ছিল সেই ঘরে তাঁর ঢোকার অনুমতি ছিল না। মাঝে মাঝে টাকা দেখতে যেতেন পার্থ।
ডায়মন্ড সিটির ফ্ল্যাটে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সঙ্গে গয়না, বিদেশি মুদ্রাও মিলেছিল সেখান থেকে। তারপর বুধবার ডায়মন্ড সিটিকে ছাপিয়ে গিয়েছে বেলঘরিয়ার ক্লাব টাউন। সেখান থেকে মিলেছে প্রায় ২৪ কোটি টাকা এবং বিপুল পরিমাণ গয়না। শুধু ঘর নয়। একটি অব্যবহৃত শৌচাগার থেকেও বান্ডিল বান্ডিল নোট পেয়েছে ইডি।
ইডি সূত্রে এও জানা যাচ্ছে, মঙ্গলবার অর্পিতাকে জেরা করার পরেই বুধবার মেগা তল্লাশিতে নামা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এখানেই কি শেষ? নাকি আরও আরও টাকা রয়েছে?
পার্থ নিয়ে কুণাল বিস্ফোরক: মন্ত্রিসভা ও দল থেকে তাড়ানোর দাবি
ইতিমধ্যেই বারুইপুরের বাগানবাড়ি বিশ্রাম, বোলপুর ও শান্তি নিকেতনের একাধিক বাড়িতে তল্লাশিতে যায়নি ইডি। কৌতূহল হল, সেখানে কি আরও নোট স্তূপ করা রয়েছে? তা ছাড়া বেলঘরিয়া ক্লাব টাউনে অর্পিতার দ্বিতীয় ফ্ল্যাটটি এখনও সিল করা রয়েছে।
তবে একটা বিষয় স্পষ্ট। জেরায় অর্পিতা হাঁড়ি ভেঙে দিচ্ছেন। যে সূত্র ধরে ইডি পৌঁছে যাচ্ছে টাকার পাহাড়ের কাছাকাছি। অনেকেই বলছেন, সারদার সময়ে দেবযানী মুখোপাধ্যায় যেমন বাধ্য মেয়ের মতো সবটা করতেন অর্পিতাও তাই করছেন।