শেষ আপডেট: 22nd May 2022 10:37
Arjun Singh: কলকাতায় যেতে হবে, কাউন্টডাউন শুরু, বাড়িতে বসে বললেন অর্জুন সিং
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে দ্য ওয়ালে যা লেখা হয়েছিল রবিবার বিকেলে শেষপর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে দুপুরে জগদ্দলে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে শেষ মুহূর্তেও রোমাঞ্চ রাখতে চাইলেন ব্যারকপুরের বিজেপি সাংসদ।
আরও পড়ুন: ঝড়ের দিকে নৌকো বাওয়ার ডাক! রাজনীতির সমুদ্রে অর্জুন যেন মাঝি
রবিবার অর্জুন (Arjun Singh) বলেন, ‘‘আমার কোথাও যাওয়ার কথা আছে। কারও সঙ্গে দেখা করার কথা আছে।
আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে।"
এরপর অর্জুন (Arjun Singh) আরও বলেন, "এমন কোনও কথা বা কাজ নেই যে আপনারা জানতে পারবেন না। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন। যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলাই যায় শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।’’
রবিবার সকালেই অর্জুন সিংয়ের টুইটে নতুন ইঙ্গিত খুঁজে পায় ওয়াকিবহাল মহল। টুইটে শায়েরী লেখেন ব্যারাকপুরের সাংসদ। সেই শায়েরীতে ছিল ঝড়ের অনুকূলে নৌকো বয়ে নিয়ে যাওয়ার বার্তা।
সম্প্রতি কিছু সময় ধরে অর্জুন সিংকে বেসুরো শোনাচ্ছে। পাট নিয়ে নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে যুদ্ধংদেহি মেজাজে নেমেছিলেন অর্জুন। চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন যৌথ আন্দোলন চান। প্লাস্টিক লবিকে তুষ্ট করতে পাট শিল্পকে তুলে দিচ্ছে কেন্দ্র।
তখন থেকেই বোঝা যাচ্ছিল অর্জুনের নৌকো উল্টো স্রোতে বইতে শুরু করে দিয়েছে। রবিবারই সেই মাহেন্দ্রক্ষণ। ফের তৃণমূলে ফিরতে পারেন তিনি। এখন শুধু সময়ের অপেক্ষা।