শেষ আপডেট: 11th July 2023 13:35
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে (WB panchayat election) আরাবুল ইসলামের (Arabul Islam) গড়েই এবার হেরে গেল তৃণমূল। উল্টে প্রথমবারের জন্য খাতা খুলল জমি রক্ষা কমিটি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ হল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের গ্রাম। সেখানেই এবার নজিরবিহীনভাবে হেরে গেল শাসক দল তৃণমূল (TMC loses in Bhangar)। মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৪টি আসনের মধ্যে ১৩টি আসনে জিতে গেছে জমি রক্ষা কমিটি। বাকিগুলির মধ্যে বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে আইএসএফ-জমি রক্ষা কমিটি জোট।
জমি রক্ষা কমিটির জয়ে উৎসবে মেতেছেন পাওয়ার গ্রিড আন্দোলনকারীরা। এই জয় সংগ্রামের জয়, এই জয় মেহনতি মানুষের জয়, এই জয় ভাঙড়বাসীর জয় বলে দাবি দলের সদস্যদের। অন্যদিকে এদিন চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই কার্যত হার মেনে নিয়েছেন ভাঙড়ের একসময়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গণনা চলাকলীনই তিনি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসে জানান, শুধুমাত্র তাঁর বুথ ছাড়া বাকি বুথগুলিতে তৃণমূল হেরে গেছে।
শাসক দলের যে দাপুটে নেতার নামে ভাঙড়ে বিরোধীরা টুঁ-শব্দ করতে পারত না, তাঁর খাসতালুকেই এবার পঞ্চায়েতের নির্বাচনের আগে ভোট সামলানোর দায়িত্ব শওকত মোল্লার হাতে দিয়েছিল দল। শওকত নিজে ক্যানিং ২-এর বিধায়ক। তাঁকে সাহায্য করতে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ভার দিয়েছিল দল। যে আরাবুল একসময় একা হাতে ভাঙড়ে দলকে জেতাতেন, সেই তাঁকেই এবারের ভোটে কোনও দায়িত্বই দেয়নি তৃণমূল নেতৃত্ব।
সব মিলিয়েই নিজের গড়ে এবারের ভোটে বেশ খানিকটা বেকায়দায় ছিলেন ভাঙড়ের এককালের বেতাজ বাদশা। কিন্তু তাঁর বদলে ভোট সামলানোর দায়িত্ব অন্যের হাতে দিলেও তেমন সুবিধা করতে পারল না তৃণমূল। উল্টে জমি রক্ষা কমিটি তো বটেই, পঞ্চায়েত ভোটে আসন পেয়ে আইএসএফও পায়ের তলার জমি আরও অনেকটা শক্ত করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
পর্দায় নয়, ভোটের বুথে সম্মুখ সমরে দুই অভিনেত্রী লাভলি-শর্বরী! সোনারপুরে হইচই