শেষ আপডেট: 29th July 2023 09:23
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালেই বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর পশ্চিমবঙ্গে এসেই পঞ্চায়েত নির্বাচন এবং তৎপরবর্তী হিংসা (Post poll violence) নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মুখ্যমন্ত্রী বাংলায় সমাজবিরোধী এবং অপরাধীদের আশ্রয় দেন (Anurag Thakur slams Mamata)!
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক হিংসা মারামারি হানাহানির অভিযোগ তুলেছে বিরোধীরা। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের ফল প্রকাশ পর্যন্ত এবং তার পরেও তৃণমূলের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কংগ্রেস এবং সিপিএম-এর নেতাকর্মীরাও। সেই ঘটনাতেই এবার কলকাতায় এসে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগ।
তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গুন্ডামি করছে তৃণমূল কর্মীরা। মমতার নির্দেশে বাংলায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। রাজনৈতিক লাভের জন্য ৮-৯ বছর ধরে অপরাধীদের সংরক্ষণ করছেন উনি। এর জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। বিজেপির আসন প্রায় দ্বিগুণ হয়েছে।'
যদিও তৃণমূলের দাবি, ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসার ঘটনা সবথেকে বেশি প্রাণ হারিয়েছেন তৃণমূলের কর্মীরাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার পরিসংখ্যান তুলে ধরে বলার চেষ্টা করেছেন যে, এতগুলি জেলায় ভোট হয়েছে যার মধ্যে মাত্র ৬-৭টি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। একে ভোট-পরবর্তী হিংসা বলতে নারাজ তিনি এবং অন্যান্য তৃণমূল নেতা কর্মীরাও। তাঁদের পাল্টা দাবি, ভোটে হেরে যাওয়ার পর সেই ব্যর্থতা ভুলতেই হিংসার কথা বলে বার বার তৃণমূলের দিকে আঙুল তুলছে গেরুয়া শিবির।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে গিয়ে অনুরাগ ঠাকুরের 'গোলি মারো' স্লোগানের প্রসঙ্গ তুলে তাঁর দাবি, ওই মন্তব্যের জন্য অনুরাগ ঠাকুরেরই জেলে থাকা উচিত। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছেন বলেই জেলের বাইরে আছেন তিনি, দাবি শশীর।
'আজকে বাংলায় এসে তারা পঞ্চায়েতে সন্ত্রাসের কথা বলছেন। সন্ত্রাস তো আপনার পার্টি করেছে। আপনার পার্টি সন্ত্রাস করেছে, সন্ত্রাসের ভিডিও তৈরি করেছে, তার প্রচার করেছে, প্রসার করেছে,' মণিপুর ইস্যুতে অনুরাগ তথা গেরুয়া শিবিরকে তোপ শশীর। ভোট পরবর্তী হিংসার বিষয়ে খতিয়ে দেখতে বাংলায় কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। 'ফ্যাক্ট ফাইন্ডিং করবেন না মণিপুরে কী হল?' প্রশ্ন তাঁর। এমনকী, লোকসভা এবং রাজ্যসভায় মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর হিরন্ময় নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নাকাশিপাড়ায় ‘খুন’ নির্দল প্রার্থীর সমর্থক! বাড়ি থেকে ডেকে পিটিয়ে মারার অভিযোগ