শেষ আপডেট: 20th December 2022 19:01
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (cow smuggling case) শেষ অবধি কি দিল্লি যাবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)? তৃণমূল নেতা সেই 'দিল্লি যাত্রা' ঠেকাতে এবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন। রাউস অ্যাভিনিউ কোর্টের (Rouse Avenue court) প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করে মামলা করলেন তিনি। সূত্রের খবর, গরু পাচার মামলায় জেরা করার জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশে স্থগিতাদেশ জারির আর্জি জানিয়েছেন তিনি। বুধবার সেই মামলার শুনানি হবে বলে খবর।
গরু পাচার মামলায় তদন্তের জন্য সোমবারই কেষ্ট মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ইডি-কে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছে। গত শনিবার এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দিল্লি আদালত। সোমবার ছিল চূড়ান্ত শুনানি। তারপর আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয় কেন্দ্রীয় এজেন্সিকে।
এদিকে এরপরই দুবরাজপুর থানার কেসের একটি বিষয় সামনে আসে। দুবরাজপুর থানার সেই মামলায় নিম্ন আদালত মঙ্গলবার কেষ্টকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ফলে আপাতত সাতদিন নিজের জেলাতেই থাকবেন তিনি। গরু পাচার মামলায় আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি। এখন সায়গল তিহার জেলে বন্দি রয়েছেন। এবার অনুব্রতকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চাইছেন ইডি অফিসাররা।
এর ফলে মনে করা হচ্ছে, আসানসোল জেল থেকে এবার রাজধানীতে তিহার জেলে নিয়ে গিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই দিল্লি হাইকোর্টে মামলা করে বসলেন অনুব্রত মণ্ডল। এখন দেখার, বুধবার যদি এই মামলার শুনানি হয়, তাহলে হাইকোর্ট কী রায় দেয়।
অনুব্রত নিজের জেলায় ঢুকে পড়লেন, কেষ্টকে বীরভূমের বাঘ বলেছিলেন ববি