শেষ আপডেট: 14th September 2023 07:52
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হোস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় গত একমাস ধরে তোলপাড় গোটা বাংলা। ঘটনার পর ফের একবার যাদবপুরে সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এই নিয়ে কম সমালোচনা হয়নি। অবশেষে বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর নয়া অ্যান্টি র্যাগিং কমিটি (anti-ragging committee) গঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাৎপর্যপূর্ণ ভাবেই সেই কমিটিতে রাখা হয়েছে দু'টি থানার অফিসার ইনচার্জ তথা ওসিকে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ছাত্রাবাস যাদবপুর ও বিধাননগরে রয়েছে, তাই এই যাদবপুর এবং বিধাননগর দক্ষিণ থানার ওসি থাকবেন অ্যান্টি র্যাগিং কমিটিতে।
কমিটির চেয়ারম্যান হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি ছাড়া সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র সংসদের প্রতিনিধি, ডিন অফ স্টুডেন্টস, সংবাদমাধ্যমের প্রতিনিধি থাকবেন কমিটিতে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে তা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যাদবপুর ক্যাম্পাসের ভিতর এবং হোস্টেলে র্যাগিং ঠেকাতে ওই কমিটি সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, গতমাসের শেষদিকে যাদবপুরের দায়িত্ব গ্রহণের পরেই অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডেকেছিলেন নবনিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই বৈঠকে সমস্ত বিভাগীয় প্রধানকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। র্যাগিং রুখতে ইউজিসির নিয়ম মেনে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করার কথাও ভাবা হয়েছিল ওই বৈঠকে। তবে সেটা আপাতত হচ্ছে কিনা, তা জানা যায়নি।
গত ৯ অগস্ট হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার। বগুলার বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় শুরু থেকেই উঠে এসেছে র্যাগিং-এর তত্ত্ব। ওই ছাত্রের মৃত্যুতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। এখনও সেই ঘটনার তদন্ত চলছে।