শেষ আপডেট: 14th September 2023 14:48
দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল দু’জন পরিযায়ী শ্রমিকের (Another death of 2 migrant workers)। একজনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। অন্যজন বহুতল থেকে পড়ে বেশ ক’দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবারে রাতে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি ঘটনা ঘটেছে ওড়িশায়। অপরটি কেরলে।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও একাংশ শ্রমিকের ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রবণতা আটকানো যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের কোথায় কত পরিযায়ী শ্রমিক রয়েছে, তার তালিকা তৈরির জন্য ইতিমধ্যে কমিটি গড়েছে রাজ্য। গত ২১ অগস্ট নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের সম্মেলন থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কঋণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দেবে সরকার। আপনারা ব্যবসা করুন। বাংলার মানুষকে যাতে বাইরের রাজ্যে কাজে যেতে না হয়, সেটা আমি দেখব।” রাজ্য প্রশাসনিক প্রধানের এই ঘোষণার পরও একাংশ শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওযার প্রবণতা আটকানো যাচ্ছে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
জানা গেছে, রাজমিস্ত্রির কাজের জন্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সাইফুন কলোনি থেকে ওড়িশায় যান আজিজুর। বুধবার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়েছিলে তিনি। সূত্রের খবর, সেখানেই তাকে সাপে ছোবল দেয়। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে কটক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল মুর্শিদাবাদের গ্রামে দেহ এসে পৌঁছবে।
অন্যদিকে ধুপগুড়ির সাঁকোয়াঝোড়া-২র গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিক পাড়ার বটতলার উচ্চ মাধ্যমিক পাস দিলীপ পাঁচ মাস আগে কাজের খোঁজে কেরলে গিয়েছিল। পাঁচ দিন আগে সেখানকার একটি বহুতলে কাজ করার সময় হঠাৎ পা পিছলে উপর থেকে নীচে পড়ে যায় সে। বুধবার রাতে সেখানকার হাসপাতালে মৃত্যু হয় দিলীপের। দুটি ঘটনার জেরে নতুন করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন: শ্বশুরের ‘লালসা’র শিকার বউমা, স্ত্রীকে ‘মা’ পাতিয়ে ঘরছাড়া করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে