শেষ আপডেট: 1st August 2023 12:18
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কোভিডে আক্রান্ত আরও একজনের মৃত্যু (Covid death) হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital)। মঙ্গলবার সকালে মারা যান বীরভূমের কীর্ণাহারের এক যুবক। নাম তায়ুব সেখ (২৫)।
হাসপাতালসূত্রে জানা গেছে পড়ে গিয়ে আঘাত লেগেছিল। ভর্তি করা হয়েছিল বোলপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে রেফার করার পর ২৪ জুলাই বর্ধমান (Burdwan) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২৮ তারিখ কোভিড পজিটিভ রিপোর্ট আসে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েকের দাবি, ওই রোগীর শ্বাসকষ্ট ছিল। এনকেফেলাইটিসও ছিল। তিনি বলেন, “অ্যান্টিজেন টেস্টে কোভিড পজিটিভ হয়েছে। এটা হতেই পারে। আর্টিফিশিয়াল টেস্টে কোভিড পজিটিভ হলে তা সঠিক বলে মানা হয়।”
আরও পড়ুন: রাজ্যে ফের কোভিডে মৃত্যু, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন দুই প্রৌঢ়