শেষ আপডেট: 7th March 2022 10:35
আনিস খানের দাদা সাবির খানকে হুমকি দিয়ে ফোন গিয়েছিল (Anis Threat Call)। মাঝরাতে তাঁকে ফোন করে বলা হয়েছিল এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানালে গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে, 'সরিয়ে দেওয়া হবে'। সেই হুমকি ফোনের মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়ল পুলিশের জালে। কলকাতা (Kolkata) থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। বিক্ষুব্ধ, বহিষ্কৃতদের সঙ্গে বৈঠকে লকেট, রাজ্য বিজেপিতে নয়া সমীকরণ? আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় গোটা রাজ্য। অভিযোগ পুলিশের লোকজন আনিসের বাড়ি গিয়েছিল ঘটনার দিন। তারপরেই ছাদ থেকে পড়ে মারা যায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রনেতা। কীভাবে তাঁর মৃত্যু হল সেই তদন্ত করছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। তদন্ত শেষে রিপোর্ট পেশ করার দিন আজ। সেদিনই কলকাতা থেকে গ্রেফতার করা হল সাবির খানকে হুমকি দিয়ে ফোন করা ব্যক্তি। আনিস খানের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল রয়েছে খোদ পুলিশের দিকেও। তাই আনিসের পরিবার দাবি করেছে আদালতের তত্ত্বাবধানে সিবিআই এই ঘটনার তদন্ত করুক, সত্যিটা সামনে আনা হোক। দুই পুলিশকর্মীকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে। আনিসের দাদাকে হুমকির জন্য গ্রেফতার ব্যক্তিকে আজ সোমবার উলুবেড়িয়া আদালতে তোলার কথা।