শেষ আপডেট: 26th May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: একে লকডাউনের ধাক্কায় বিক্রিবাটা নেই। আগেই কোমড়টা নড়বড়ে হয়ে গিয়েছিল কলেজ স্ট্রিটের ছোট প্রকাশনা ও বই বিক্রেতাদের। তার উপরে একদিনের ঝড় নড়বড়ে কোমরটা যেন ভেঙে দিয়ে চলে গেছে। লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা বইপাড়া। ছোট গুমটি থেকে বড় দোকান সবই কমবেশি ক্ষতিগ্রস্ত। ভেঙেছে গুমটি, বই শুধু ভেজায়নি, ঝড়ের শেষ দেখা গেছে অনেক বই রাস্তায়। জমা জলে ভেসে গেছে অনেক মানুষের ভবিষ্যৎ। এখন এই মানুষদের পাশে দাঁড়াতে হয়তো সরকারি উদ্যোগ কিছু নেওয়া হবে। ঘুরে দাঁড়ানোর কোনও রাষ্ট্রীয় উদ্যোগ হয়তো মিলবে। কিন্তু তার আগেই নেমে পড়েছেন অনেক বইপ্রেমী, বইপাড়া প্রেমী। অনেকেই অর্থ সংগ্রহ করছেন। শুধু বইপাড়ার ব্যবসায়ীরাই নয়, বই ছাপা, বাঁধাইয়ের সঙ্গে যুক্ত অংসগঠিত ক্ষেত্রের বহু মানুষ। সকলের পাশে দাঁড়াতেই শুরু হয়েছে একাধিক উদ্যোগ।