শেষ আপডেট: 10th February 2020 09:35
রবীন্দ্রনাথ, তিরুভাল্লুভারের পর মমতা, বাজেট বক্তৃতার শেষে নেত্রীর কবিতা আবৃত্তি অমিতের
দ্য ওয়াল ব্যুরো : উর্দু শায়েরি, রবীন্দ্রনাথ কিংবা তিরুভাল্লুভার। বাজেট বক্তৃতার একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে কবিতা আবৃত্তি করা অঘোষিত রীতি এই দেশে। কেন্দ্রে অর্থমন্ত্রী মনমোহন সিং থেকে প্রণব মুখোপাধ্যায়, কিংবা এই সেদিন নির্মলা সীতারমনও বাজেটে তথ্যের কচাকচিকে কিছুটা সরস করে তুলতে শরণ নিয়েছেন কবিদের। বাদ যাননি প্রাচীনকালের অতি বিজ্ঞ কূটনীতিক চাণক্য। সোমবার রাজ্য বাজেট পেশ করতে গিয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রও সেপথেই হাঁটলেন। কিন্তু তাঁর বিশেষত্ব অন্য জায়গায়। অতীতের কোনও খ্যাতনামা কবি নন, অমিত মিত্র উদ্ধৃত করলেন তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। এদিন দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। তাতে নানা ক্ষেত্রে রাজ্যের ‘সাফল্যের’ কথা বলেন। পশ্চিমবঙ্গে আর্থিক বৃদ্ধির হার, শিল্পোৎপাদনের বিকাশের হার, বিনিয়োগ, ঋণদান, বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন অমিত মিত্র। এরপরে তফসিলী জাতির প্রবীণদের জন্য পেনশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, বাংলাশ্রী, কর্মসাথী, চা সুন্দরী, হাসির আলো ইত্যাদি প্রকল্পের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এরপরেই উদ্ধৃত করেন মমতার কবিতা। তৃণমূলনেত্রীর ‘কবিতাবিতান’ নামে বইয়ে আছে ‘সোনার বাংলা’ নামে কবিতা। তার কয়েকটি লাইন হল, সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাব দীপ/ নূতন করে বাংলায় জ্বলুক সভ্যতার প্রদীপ...। এই পংক্তিগুলি আবৃত্তি করেন অর্থমন্ত্রী। কবিতার শেষে আছে, এই মাটিতেই গড়ব আমরা উন্নয়নের ঘাঁটি/ আমাদের এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি। বাজেটে উন্নয়নমূলক নানা প্রকল্পের কথা বলা শেষ করে অমিত এই লাইনগুলিও আবৃত্তি করেন। বাজেট বক্তৃতার পরে সাংবাদিক বৈঠক করেন অমিত মিত্র। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি একসময় বলেন, অমিত মিত্র দেশের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী।