শেষ আপডেট: 28th January 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে (Alleging negligence) হুলস্থুল বাঁধল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Raiganj Medical College Hospital)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। মৃত যুবকের নাম রুবাই রজক (২৩) বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রুবাই। রায়গঞ্জের উকিলপাড়া এলাকায় থাকতেন। কিছু শারীরিক সমস্যায় দেখা দেওয়ায় শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ নিজেই বাইক চালিয়ে হাসপাতালে চলে আসেন। এরপর থেকে কোনও চিকিৎসা তিনি পাননি বলে পরিবারের দাবি। তাঁদের অভিযোগ, রুবাইকে বেড পর্যন্ত নিয়ে যেতে এগিয়ে আসেননি কোনও হাসপাতাল কর্মী। দীর্ঘক্ষণ ধরে কাতরালেও তাকে অক্সিজেনটুকু দেওয়া হয়নি।
রুবাইয়ে অবস্থা দেখে অন্য রোগীরা বেড থেকে নেমে এসে তাঁকে সহযোগিতা করলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যু হতেই উত্তেজিত হয়ে ওঠেন পরিবারের লোকজন ও অন্য রোগীর পরিজনরা। শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
বিয়ে করে ফেরার পথে নদীতে পড়ল গাড়ি, ডুয়ার্সে দুর্ঘটনায় মৃত্যু তিনজনের, আহত ৬