শেষ আপডেট: 31st August 2023 09:17
দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বরে হাইকোর্টের তত্বাবধানে পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) বোর্ড গড়েছিল কংগ্রেস। অভিযোগ, বোর্ড গঠনের পর থেকেই আর্থিকভাবে অসহযোগিতা করছে রাজ্য। টানা ৯ মাস ধরে উন্নয়নের অর্থ বন্ধ রাখা হয়েছে। যার জেরে পুরসভার উন্নয়নের কাজ কার্যত স্তব্ধ। ওই বিষয়েই এবার রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা।
রাজ্যের আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “ফান্ড প্রোভাইড করে আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। যদি এভাবে সত্যি ফান্ড বন্ধ হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।” দু’পক্ষের সওয়াল শোনার পর রাজ্যের আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে কপি সার্ভ করার নির্দেশ দেন বিচারপতি। আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
গত পৌরনির্বাচনে ঝালদা পৌরসভার ১২টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে জয়ী হয়েছিল। দু’টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা। বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। পৌরবোর্ড গঠনের দিন তৃণমূলের পাঁচ কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসাবে জেতা দুই কাউন্সিলর। তাঁরাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেছিলেন।
তপন কান্দুর শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। এরপরই নির্দল দুই কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। তারপর থেকেই উন্নয়নের অর্থ বন্ধ রাখার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে।
আরও পড়ুন: মমতার সঙ্গে স্পেনে যেতে চান কুণাল, আপত্তি করল সিবিআই, প্রশ্ন হাইকোর্টেরও