শেষ আপডেট: 16th October 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: ফের মারধরের শিকার হলেন ডাক্তারবাবু! তবে এবার রোগী পরিবার নয়, কাঠগড়ায় খোদ পুলিশ। শিলিগুড়ি পৌরসভার এক চিকিৎসককে অন ডিউটি অবস্থায় মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
আক্রান্ত চিকিৎসক জানিয়েছেন, কার্নিভালের রাতে ডিউটি করতে গিয়েই এই ঘটনা ঘটেছে। পুলিশ কমিশনারের কাছে এই নিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি।
পৌরসভার আক্রান্ত চিকিৎসক হীরকব্রত সরকারের বক্তব্য, মঙ্গলবার রাত দশটা থেকে কার্নিভালে ডিউটি ছিল তাঁর। কিন্তু তাঁকে সিকিউরিটি পাস দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। এর পরে বিসর্জনের ঘাটে তিনি ঢুকতে গেলে তাঁকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।
তাঁর দাবি, তিনি অন ডিউটি চিকিৎসক বলে পরিচয় দিলেও, তাঁকে জোর-জবরদস্তি ভাবে বাইরে বার করে সবার সামনে মারধর করা হয়। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ এনেছেন ডাক্তারবাবু। শেষমেশ দু’ঘণ্টা পরে পিআর বন্ডে ছাড়া পান তিনি।
আক্রান্ত চিকিৎসকের কথায়, 'আচমকা ১০-১২ জন পুলিশ মিলে আমাকে মারতে শুরু করে। আমার পিঠে খামচে দেয়। তারপর এক জন পুলিশ আমাকে ওখান থেকে সরিয়ে এক সিনিয়র পুলিশের কাছে নিয়ে যায়। তারপর আমাকে ক্রিমিন্যালের মতো মারধর করে। পরে আমাকে দিয়ে পি আর বন্ডে ছাড়ে।'
প্রসঙ্গত, চিকিৎসকদের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে দু'মাস ধরে। এখনও ধর্মতলায় অনশন চলছে চিকিৎসকদের। এমনই পরিস্থিতিতে রাজ্যের নানা প্রান্তে শোনা যাচ্ছে চিকিৎসকদের নিগৃহীত হওয়ার ঘটনা।
মালদহ থেকে আসানসোল, রোগী পরিবারের ক্ষোভের শিকার হয়েছেন তাঁরা। এর মধ্যেই ডাক্তারকে মারধরের অভিযোগ উঠেল পুলিশেরই বিরুদ্ধে। পুলিশের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।