শেষ আপডেট: 10th December 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা নিয়ে সাধারণ মানুষকে অভিযোগ করতে দেখা যায় প্রায়ই। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয় না। তবে শনিবার আলিপুরদুয়ারে গিয়ে রাস্তার খারাপ অবস্থা দেখে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিতে দেখা গেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই টনক নড়ল আলিপুরদুয়ার পুরসভার। শনিবার রাত থেকেই জোরকদমে শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ।
গতকাল আলিপুরদুয়ারে জনসংযোগ করতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পায়ে হেঁটে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছেন তিনি। শুনেছেন সাধারণ মানুষের সমস্যার কথা। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে হাঁটার সময় মমতার চোখে পড়ে রাস্তার বেহাল দশা। তারপরই উষ্মা প্রকাশ করেন তিনি।
মমতার সঙ্গেই ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বাগচী বিশ্বাস। তাঁকে ডেকে রাস্তার এমন অবস্থা কেন তা জানতে চান মুখ্যমন্ত্রী। কাউন্সিলর জানান, 'এই রাস্তার কোনও অভিভাবক নেই। কে ঠিক করবে? তাই এমন অবস্থা।' তা শুনেই মুখ্যমন্ত্রী জেলাশাসককে নির্দেশ দেন অবিলম্বে রাস্তা মেরামতির কাজ করার জন্য।
মমতা বলেন, 'আলিপুরদুয়ার নতুন জেলা। বিশ্ববিদ্যালয়ের পাশের এই রাস্তার অবস্থা নিয়ে আমি জেলা শাসককে বলেছি যাতে দ্রুত মেরামতি করা হয়। এখানে অনেক পড়ুয়া আসে। তারা অসুবিধায় যাতে না পড়ে তা দেখতে বলেছি।'
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হয়। রাত ১০টা থেকেই পুরকর্মীরা রাস্তা সারাই করছেন। রবিবার সকালেও একই ছবি দেখা গেল। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, 'আমাদের আগে থেকেই ওই রাস্তা মেরামতির করার কথা ছিল। মুখ্যমন্ত্রী বলার ফলে আমরা রাত থেকেই এই রাস্তা মেরামতের কাজ শুরু করে দিয়েছি।'