শেষ আপডেট: 2nd November 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ফালাকাটায় ধর্ষণ ও খুনের ঘটনার পরে কুমারগ্রামেও ধর্ষণ! ২৪ ঘণ্টার মধ্যে আলিপুরদুয়ার জেলায় ধর্ষণের শিকার হল আরও এক নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৯ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ওই যুবক তাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকা এখন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি কুমারগ্রাম ব্লকের হলদিবাড়িতে। শুক্রবার ৯ বছরের ওই নাবালিকা এলাকার দুটি মণ্ডপে কালীপুজোর প্রসাদ খেতে গিয়েছিল। প্রসাদ খেয়ে বন্ধুদের সঙ্গে খেলা করছিল সে। পরে বন্ধুদের সঙ্গে সে নদীতে স্নান করতে যায়। অভিযোগ, তখনই কাজল নামে এক যুবক তার পিছু নেয়। নাবালিকা স্নান করতে নদীতে নামতেই তাকে তুলে নিয়ে জঙ্গলে দিকে চলে যায় ওই যুবক। সেখানেই তাকে ধর্ষণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকার বয়ান অনুযায়ী, অভিযুক্তের সঙ্গে সে বাড়ি ফিরেছিল। ওই যুবকের সঙ্গে মেয়ে দেখে রেগে গিয়েছিলেন নাবালিকার মা। মেয়েকে ঘরে নিয়ে গিয়ে তিনি নানা প্রশ্ন করতে থাকেন। কিন্তু মাকে তখন কিছুই বলতে পারেনি ওই নাবালিকা। গোপনাঙ্গ থেকে অনবরত রক্তপাত হতে থাকায় ভয় পেয়ে যায় সে। এরপরেই মাকে সব কথা খুলে বলে। এতেই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। এখনও ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার কথা জানতে পেরে নাবালিকার বাবা প্রতিবেশীদের নিয়ে ওই যুবকের বাড়িতে যান। ঘটনার বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞেস করলে অপরাধের কথা অস্বীকার করে সে। এরপরেই পরিবারের তরফ থেকে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে।
কয়েকদিন আগে জয়গাঁও এলাকার এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাবার বন্ধু ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। নেপাল সীমান্ত থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপরে শুক্রবার ফালাকাটায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযোগ উঠেছিল। সেখানে অভিযুক্তকে পিটিয়ে মারে বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আরও এক নাবালিকা ধর্ষণের শিকার হল।