শেষ আপডেট: 10 July 2023 12:55
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা। তার আগে ফের ‘দিদি-মোদী’র সেটিং নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir ranjan Chowdhury)। একই সঙ্গে নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) ‘খোকাবাবু’ বলেও কটাক্ষ করলেন তিনি। অধীরের কথায়, “দিদি মোদীর সেটিং আছে, খোকাবাবু তুমি কিচ্ছু জানো না!”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষ রাজনীতিক অধীর একদিকে তৃণমূল-বিজেপির সেটিং তত্ত্বকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে বাংলার রাজনৈতিক সচেতন মানুষের কাছে এই বার্তাও দিতে চেয়েছেন যে, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী মমতার সরকারের যত বিরোধিতাই করুক না কেন, আদতে কিচ্ছু করতে পারবেন না। অর্থাৎ বিজেপি নয়, বাংলায় তৃণমূলের বিকল্প বাম-কংগ্রেস জোট।
রাত পোহালেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) গণনা। এদিন রাজ্যের ৬৯৬টি কেন্দ্রে পুননির্বাচন হচ্ছে। অধীরের (Adhir ranjan Chowdhury) কথায়, “ভোটের দিন হাজার হাজার বুথ লুঠ করে মাত্র সাতশো বুথে পুনর্নির্বাচন করা হচ্ছে। আসলে সবটাই আইওয়াশ! কারণ, মোদী-দিদির অদৃশ্য সমঝতা রয়েছে।” এই প্রসঙ্গেই আদালতের নজরদারিতে তদন্তের দাবিও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
প্রসঙ্গত, বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ থাকলেও শেষ মুহূর্তে বহু বুথেই দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনী। কেন সময়ে বাহিনী এসে পৌঁছল না, তা নিয়ে নানা মহলের নানা মত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের দিনে সব বুথে পর্যাপ্ত বাহিনী না থাকার ফলে লাগামছাড়া হিংসার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ১৬ জনের। আহতের সংখ্যা শতাধিক। এই বাহিনী না আসার নেপথ্যেও সেটিংয়ের গন্ধ পাচ্ছেন অধীর। তাঁর কথায়, সবটাই আদালতের নজরদারিতে তদন্ত হওয়া জরুরি। তাহলেই স্পষ্ট হয়ে যাবে 'আসল' ঘটনা।
আরও পড়ুন: ভোটারের আঙুলের ছাপ ফরেনসিক পরীক্ষা করার আর্জি, আদালতে যাচ্ছেন বিরোধী দলনেতা