শেষ আপডেট: 10th June 2023 06:51
তৃণমূল সাফ হয়ে যাওয়ার আতঙ্কে খুন করছে, খড়গ্রামে গিয়ে বললেন অধীর
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: শুক্রবার ছিল পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের প্রথম দিন। সেই সন্ধেবেলা মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে বাড়ির সামনে খুন হয়েছেন তরুণ কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
এদিন অধীর বলেন, "সুষ্ঠু ভোট হলে তৃণমূল সাফ হয়ে যাবে। সেই আতঙ্কেই কংগ্রেসকর্মীদের উপর হামলা আক্রমণ শুরু করেছে তারা।" বহরমপুরের সাংসদ আরও বলেন, খড়গ্রামে একজনকে শুধু হত্যা করা হয়েছে তা নয়। একজন ৫৫ বছর বয়সি মহিলাকেও ছাড়া হয়নি। তাঁর উপরেও নির্মম আক্রমণ শানানো হয়েছে।
অধীর যখন খড়গ্রামে দাঁড়িয়ে এ হেন অভিযোগ করছেন তখন জেলার অন্য প্রান্তে ডোমকলে রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে। সিপিএম, কংগ্রেসকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "আমরা শুনেছি। বাম-কংগ্রেস এক হয়ে সঙ্ঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আক্রমণ হলে পাল্টা হবে। তাতে যা ঘটনা ঘটবে তার জন্য দায়ী থাকবে পুলিশ আর পুলিশমন্ত্রী।
খড়গ্রামের কংগ্রেসকর্মী খুনের ঘটনাতেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অধীর। তাঁর কথায়, 'এখানে পুলিশ নিহতের পরিবারের সঙ্গে এমন আচরণ করছে যেন তাঁরাই খুনি। আর যারা খুন করেছে তাদের পুলিশ বলে দিচ্ছে তোমরা মাঠে লুকিয়ে থাকো। গ্রামে ঢুকো না। সময়ে সময়ে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।'
মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ডোমকল, বিরোধীদের রাস্তায় ফেলে মারধরের নালিশ