শেষ আপডেট: 15th May 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কালবৈশাখীর কারণে পূর্ব বর্ধমানের (Burdwan Strom) দুই জায়গায় থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার সভা (Nabajoyar Meeting)। সোমবার পূর্ব বর্ধমানের ভাতারে রোড শো করেন অভিষেক। এর পর মঙ্গলকোটে সভা ছিল তাঁর। কিন্তু তাঁর আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। মাঝরাস্তায় ইলেক্ট্রিকের তার ছিঁড়ে পড়ায় থমকে যায় তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়। ফলে বাতিল হয়ে যায় আউশগ্রাম, মঙ্গলকোটের সভা। এই প্রতিবেদন লেখাকালীন সন্ধে সাড়ে ছটায় তাঁর কনভয় মানকরের দিকে রওনা দিয়েছে।
এদিকে সকাল থেকে তীব্র গরমের মধ্যে তৃণমূল কর্মীরা মঙ্গলকোটের সভায় যোগ দিতে এসেছিলেন। বিকেলের মধ্যে মাঠও ভরে উঠেছিল নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ে। আচমকাই তুমুল ঝড় ওঠে। সঙ্গে বৃষ্টিও শুরু হয়। সভায় আসা কর্মী-সমর্থকরা ছোটাছুটি শুরু করেন। ঝড়ের দাপটে অভিষেকের সভাস্থলের কাছের তোরণ দুলতে থাকে।
সভা শুরুর মাত্র আধঘণ্টা আগেই সমস্ত লন্ডভন্ড হয়ে যায়। ভেঙে পড়ে অভিষেকের সভামঞ্চ। কালবৈশাখীর প্রবল ঝড়ে উড়ে যায় সভামঞ্চের ছাউনি। ভণ্ডুল হয়ে যায় মঙ্গলকোটের অভিষেকের সভার সমস্ত আয়োজন। বৃষ্টিতে গোটা মাঠ কাদায় ভরে গিয়েছে। তবে ঝড়ে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে আগামী কাল দুর্গাপুরে নবজোয়ার কর্মসূচিতে যাবেন অভিষেক। তাই সাজিয়ে তোলা হচ্ছিল রাজীব গান্ধী স্মারক ময়দানকে। কিন্তু সেখানেও কালবৈশাখী থাবা বসিয়েছে। মাত্র ১৫ মিনিটের ঝড়ে ময়দানে ভেঙে পড়েছে তাঁবু।