শেষ আপডেট: 30th August 2023 11:31
দ্য ওয়াল ব্যুরো: ১oo দিনের বকেয়া টাকা আদায়ে আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লির রামলীলা ময়দানে ওই কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। এবিষয়ে দলের তরফে দিল্লি পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সূত্রের খবর. দিল্লি পুলিশ তৃণমূলের ওই কর্মসূচিতে অনুমতি দেয়নি।
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। স্বভাবতই, পুলিশের অনুমতি না দেওয়ার নেপথ্যে বিজেপির কলকাঠি নাড়ানো দেখছেন তৃণমূলের নেতারা। তাঁদের বক্তব্য, বিজেপি আসলে ভয় পেয়ে গিয়েছে। তাই বাংলার আন্দোলন রুখে দিতে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
একশো দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার অধিকারের টাকা আদায় করতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক। গত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on 21st July) দাবি করেছিলেন, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। সেই টাকা উদ্ধার করতে তিনটি রাস্তা রয়েছে। দিল্লির কাছে আবেদন করা, পায়ে পড়া, নইলে অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলন করা। প্রথমটা তৃণমূল করেছে। কিন্তু হকের টাকা উদ্ধারের জন্য কারও পায়ে পড়বে না।
এরপরই ২ অক্টোবর ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছিলেন তিনি। ইতিমধ্যে অভিষেকের ওই কর্মসূচি সফল করতে তৃণমূলের অন্দরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বছর ঘুরলেই লোকসভা ভোট। কেন্দ্রের মোদী সরকারকে হঠাতে ইতিমধ্যেই অবিজেপি ২৬ টি দল মিলে গড়েছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, সেদিন কয়েক লক্ষ মানুষকে দিল্লিতে জড়ো করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তারপরই দিল্লি পুলিশের এমন সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। সূত্রের খবর, দিল্লি পুলিশের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল।
আরও পড়ুন: টেট পাশের মামলায় ববিতার প্রসঙ্গ টেনে বোর্ড বলল, 'মিউজিক্যাল চেয়ারের কথা'!