শেষ আপডেট: 29th May 2023 07:57
অভিষেকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সিআইডি! ধৃতদের নিজেদের হেফাজতে চান গোয়েন্দারা
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার (Abhishek Banerjee Convoy Attack) ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে রাজ্য রাজনীতি। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই ঘটনার তদন্ত শুরু করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID Probe)। তারপরই ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে এফআইআরের কপি সহ যাবতীয় তথ্য তুলে দেওয়া হয় গোয়েন্দাদের হাতে!

গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির ‘রোড শো’ শেষ করে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে কুড়মিদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কুড়মি সম্প্রদায়ের নেতৃত্ব। এমনকী এই হামলার ঘটনার পিছনে কুড়মিদের কোনও যোগ নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তারপরেও কুড়মি নেতা রাজেশ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

রবিবার অভিষেকের কনভয়ে হামলার ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। তারপরই ঝাড়গ্রাম থানার পুলিশ এই ঘটনা সম্পর্কিত যাবতীয় নথি তাদের হাতে তুলে দেয়। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে। সূত্রের খবর, আদালতে সিআইডির তরফে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
প্রসঙ্গত, জনজাতি তালিকাভুক্ত করা থেকে শুরু করে নানা দাবিতে আন্দোলন করছে কুড়মি সামাজিক সংগঠনগুলি। জাতীয় সড়ক, রেল অবরোধের পাশাপাশি ‘ঘাঘর ঘেরা’ আন্দোলনকে একটি সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটাই অন্য মাত্রা নেয় শুক্রবার।
সিপিএমে নতুন ১৪ হাজার বুথ কমিটি, ৮ হাজার সংখ্যালঘু এলাকাতেই, ১১ সালের পর এই প্রথম