শেষ আপডেট: 17th May 2023 08:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাকিমাকে মারধর (Sexual Harassment) করার অভিযোগ উঠল ভাসুরপোর বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের (Burdwan) ভাতারের খেরুর গ্রামে। অভিযুক্তের নাম কার্তিক দাস। জানা গিয়েছে, কয়েক মাস আগেই কার্তিকের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
এদিকে অভিযোগকারিণী জানিয়েছেন, স্বামী মুক ও বধির। তাই দু’জনে মিলে কাজ করে সংসার চালাতে হয় তাঁকে। মহিলার অভিযোগ, ‘স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তাঁকে কুপ্রস্তাব দিত কার্তিক। বাড়িতে কেউ না থাকলেই সে এসে বিরক্ত করত। ছেলের এমন কীর্তির কথা ভাসুর ও জাকে জানিয়েও কোনও লাভ হয়নি। দিনের পর দিন সে অভদ্র আচরণ করেই যেত।’
অভিযোকারিণীর আরও অভিযোগ, সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় বাড়িতে কেউ ছিল। সেই সুযোগে তার ঘরে ঢোকে কার্তিক। সেই সময় তাঁর সঙ্গে অভদ্র আচরণ শুরু করে। তাতে বাধা দিতে গেলে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। এমন সময় বাড়িতে আচমকাই ফিরে আসেন ওই মহিলার স্বামী। তাকেও মারধর করে কার্তিক। এমনকী প্রাণে মারার হুমকি দেয়। এদিকে ওই মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন।
তারপরেই ওই মহিলা ভাতার থানায় গিয়ে ভাসুরপো কার্তিকের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সিপিএম নেত্রীরও চাকরি গিয়েছে? তাঁর তোপের মুখে দলেরই দুই আইনজীবী