শেষ আপডেট: 22nd January 2023 02:10
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নাবালকের (minor boy) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে ফাঁদে (love trap) ফেলে অপহরণের (kidnap) চেষ্টার অভিযোগে গ্রেফতার ২৫ বছরের এক যুবতী (woman)! জানা গেছে, তার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। তবে স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে সে বহুদিন ধরেই আলাদা। বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ কামারপুকুর (Kamarpukur) থেকে ওই যুবতীকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারিতে।
জানা গেছে, স্বামীর সংসার ছাড়ার পর থেকে বর্ধমান, আরামবাগ-সহ বিভিন্ন জায়গায় নাম ভাঁড়িয়ে থাকত সেই যুবতী। এই নাবালকের আগে আরও অনেককেই প্রেমের জালে ফাঁসিয়েছে সে। পূজা, শিখা, শেফালি- এক একসময় এক একনামে একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছে।
ঠিক একইভাবে কোতুলপুরের তাজপুরের বাসিন্দা ১৬ বছরের এক নাবালককেও নিজের প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতী। ওই নাবালককে রাজস্থানে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে। সেই মতো দু’দিন বর্ধমানে লুকিয়ে থাকার পর খড়্গপুরের দিকে রওনা দিয়েছিল। কিন্তু তার আগেই কামারপুকুর থেকে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। শনিবার দু’জনকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
সূত্রের খবর, তিন বছর আগেই স্বামী ও সন্তানদের ফেলে একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় ওই যুবতী। পরে সেই যুবকের সঙ্গেও সম্পর্কের অবনতি হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে বাড়ি না ফিরে আরামবাগ, বর্ধমান-সহ বিভিন্ন শহরে একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। সম্প্রতি ওই নাবালকের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় তার।
দু-চারদিন গল্পগুজব থেকে ধীরে ধীরে বন্ধুত্ব এবং তারপরই প্রেমের ফাঁদে পা দেয় সেই ছেলে। এরপর হঠাৎ একদিন দু'জন মিলে বাড়ি ছেড়ে বর্ধমানে চলে যায়। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকেরা। পুলিশ তাঁদের খুঁজছে জানতে পেরে একের পর এক আস্তানা পাল্টাতে শুরু করে তারা। তবে পুলিশও তক্কে তক্কে ছিল। অবশেষে গত কয়েকদিন ধরে দুই জেলার একাধিক জায়গায় হানা দিয়ে অবশেষে কামারপুকুর থেকে দু'জনকে পাকড়াও করে পুলিশ।
স্বামীর দ্বিতীয় বিয়েতে মদত! সন্দেহের বশে ঘাটালে দিদির মুখে অ্যাসিড ছুড়ল বোন