শেষ আপডেট: 30th September 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: বাবা এলাকায় বেশ প্রভাবশালী। ভালই নাম-ডাক। আর সেই সুযোগ নিয়েই অন্য একটি স্কুলে ঢুকে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল অন্য এক স্কুলের নাবালক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের মিরিক মহকুমার একটি স্কুলে। এই মাসেরই প্রায় শুরুর দিকে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। তবে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল ওই অভিযুক্ত নাবালকের পরিবার। প্রথমে নাবালিকার পরিবারের সদস্যরা ভয় পেলেও পরে সমস্ত চাপ উপেক্ষা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, শুক্রবার মিরিক থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। এরপরই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে তাঁকে হোমে পাঠানো হয়েছে। তবে ওই তরুণ একা নয়, তার আরও কয়েকজন বন্ধুরও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তবে প্রশ্ন উঠছে, যখন অভিযুক্ত নাবালক ওই নাবালিকাকে ধর্ষণ করছিল, তখন বাকি বন্ধুরা কী করছিল? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর সেই নাবালিকার স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানের চলছিল। সেইসময় সেখানে অভিযুক্ত নাবালক আসে। যদিও সে অন্য স্কুলে পড়ে। তবে তার কয়েকজন বন্ধু এই স্কুলেরই পড়ুয়া হওয়ায় তাদের সাহায্যেই ভিতরে ঢোকে অভিযুক্ত। আর সেখানেই অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি ক্লাসরুমের ভিতর ওই তরুণ নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনায় মুখ খুলেছেন স্থানীয়রাও। তাঁদের দাবি, অভিযুক্তের বাবা প্রভাবশালী হওয়ায় প্রথমে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। শেষ অবধি যদিও অভিযোগ দায়ের হয়েছে। দার্জিলিংয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক (হিল) রবিনা তামাং বলেন, “এমন ঘটনা কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।