শেষ আপডেট: 7th September 2023 03:35
দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের (A reckless container rammed police car on NH 60)। বৃহস্পতিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম আরও তিন পুলিশ কর্মী।
ঘটনার পর স্থানীয় হোটেল কর্মীরা তাঁদের উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় পুলিশ পেট্রলিং গাড়িটি। চিৎকারে ছুটে আসেন স্থানীয় হোটেলের কর্মীরা। প্রত্যদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতর থেকে ভেসে আসছিল পুলিশ কর্মীদের আর্তনাদ। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ‘ছিঃ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলি!’ ঝালদায় মিঠুনের দলবদলে ক্ষুব্ধ নিহত তপন কান্দুর স্ত্রী