শেষ আপডেট: 19th April 2023 13:23
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: হাসপাতালের ছাদে (roof) উঠে ঝাঁপ দিলেন মানসিক ভারসাম্যহীন এক রোগী (patient)। ঘটনাটি ঘটেছে তেহট্ট মহকুমা হাসপাতালে (Tehatta Mahakuma Hospital)। গুরুতর আহত হয়েছেন সুপ্রিয়া প্রামাণিক নামের ওই রোগী। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার সাহেবনগর এলাকার বাসিন্দা সুপ্রিয়া প্রামাণিক নামে বছর পঁচিশের ওই মহিলাকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হয়। জানা গিয়েছে, মানসিক সমস্যা নিয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই কারণে সবসময়ই তাঁর বাড়ির দু'জনকে কাছে থাকার জন্য হাসপাতালের তরফে অনুমতি দেওয়া হয়েছিল। সেই মতো মহিলার সঙ্গে সবসময় কেউ না কেউ থাকতো।
কিন্তু এদিন হঠাৎই দু'জনের চোখ এড়িয়ে তিনি কোনওভাবে ছাদে পৌঁছে যান। এরপর সেখান থেকে একেবারে নীচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চিকিৎসা শুরু হয়। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের তরফে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে পরিবারের লোকজন রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যায় বলে পরে খবর মিলেছে।
রোগীর এক আত্মীয় এ বিষয়ে জানান, দু'জন সর্বক্ষণ মহিলার সঙ্গে সঙ্গেই থাকতেন। এর মধ্যে একজন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। আর একজন শৌচালয় যাওয়ার জন্য রোগীর কাছ থেকে কয়েক মিনিটের জন্য উঠেছিলেন। ওই সময়ের মধ্যে যা ঘটার ঘটে যায়। ওই যুবতী লাফ দিয়ে নীচে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। এরপর হাসপাতালের ভিতরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় তাঁর।
হাওড়ায় দু’দিন স্বামীর দেহ আগলে বসেছিলেন স্ত্রী, দুর্গন্ধে ছুটে এল পুলিশ! তারপর…