শেষ আপডেট: 30th August 2022 14:29
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: একটাই দেহ, কিন্তু তার দুটি মাথা। সঙ্গে আবার চারটি চোখ। এমনই অদ্ভুত দেখতে একটি ছাগল শাবককে (strange-looking goat) ঘিরে হইচই ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি শহরে। মাঝেমধ্যেই এমন দু'জোড়া হাত-পা কিংবা চোখওয়ালা মানবসন্তানের খোঁজ মেলে। তবে এমন ছাগল শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই।
বিরল দর্শন সেই ছাগল শাবককে দেখতে এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। ছাগলগুলির মালিক জানিয়েছেন, মা ছাগল ও তার দুই শাবক আপাতত সুস্থই আছে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রামের জিজ্ঞার ডাঙা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মা ছাগলটি ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রাম এলাকার বাসিন্দা সহিদুল রহমানের পোষা। মঙ্গলবার সকালেই মা ছাগলটি দুটি শাবক প্রসব করে। যার মধ্যে একটি শাবক সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ। কিন্তু অপরটির ক্ষেত্রে এরকম অদ্ভুত দর্শন লক্ষ্য করা গিয়েছে। দেখা যায়, দ্বিতীয় শাবকটির দেহে দুটি মাথা রয়েছে। কিন্তু চোখ রয়েছে চারটি। এই অদ্ভুত দেখতে ছাগলটির কথা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। ধীরে ধীরে শাবকটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
ছাগল শাবকের মালিক সহিদুল রহমান বলেন, এদিন ভোরে ছাগলের চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি মা ছাগলটি দুটি শাবকের জন্ম দিয়েছে। কিন্ত দুটির মধ্য একটিকে দেখতে বড়ই অদ্ভুত। তার দেহ একটি, কিন্তু মুখ দুটি। আবার চোখ চারটি। স্থানীয় এক পশু চিকিৎসককে খবর পাঠানো হয়েছে। তিনি এসে দেখলে গোটা বিষয়টি বোঝা যাবে।
ধূপগুড়ির মার্কেটে দোকান বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ! সপরিবারে অনশনে ব্যবসায়ী