শেষ আপডেট: 11th November 2022 08:15
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বম্বে রোডে (Bombay Road) তেলের ট্যাঙ্কার (oil tanker) উল্টে বিপত্তি! শুক্রবার সকাল ১০টা নাগাদ উলুবেড়িয়ার (Uluberia) কাছে জাতীয় সড়কের উপর জেলেপাড়া ব্রিজের কাছে কলকাতামুখী রাস্তায় একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তেল পড়ছে দেখে ছুটে আসেন স্থানীয়রা। অনেকেই সেটি সর্ষের তেল ভেবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য লাইন দিতে শুরু করে। ঘটনার জেরে প্রবল যানজটের (traffic jam) সৃষ্টি হয় বম্বে রোডে।
এদিন সকালে ট্যাঙ্কার উল্টে পড়তেই তেলে ভেসে যায় রাস্তাঘাট। সেই তেল গড়িয়ে বম্বে রোডের পাশে ড্রেনে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দারা অনেকেই সর্ষের তেল মনে করে রাস্তায় ভিড় জমিয়েছিলেন। কেউ কেউ আবার ঘর থেকে বালতি, কলসি নিয়ে এসে সেই তেল তুলতে শুরু করে। তবে পরে বোঝা যায় এটা সর্ষের তেল নয়।
পুলিশের দাবি, যারা সর্ষের তেল মনে করে এই তেল তুলে নিয়ে যাচ্ছেন, তাঁরা ভুল করছেন। এটা সর্ষের তেল নয়। অন্য কোনও রাসায়নিক তেল হতে পারে। এদিকে রাস্তায় তেল পড়ে যাওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। এমনিতেই সকালবেলা কলকাতামুখী সেই রাস্তা বেশ ব্যস্ততম। তার মধ্যে এমন জ্যাম হয়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। পরে বিশাল পুলিশ বাহিনী এসে রাস্তা পরিষ্কার করেন। এরপর যান চলাচল শুরু হয়।
শব্দ দূষণের মাত্রা বিপদসীমা ছাড়াচ্ছে, ৬০ শতাংশ শিশু বধিরতার শিকার হবে: হু