শেষ আপডেট: 27th April 2023 02:45
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পকসো আইনে বিচারাধীন বন্দিকে জেল থেকে ছাড়ানোর জন্য দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছিলেন এক মুহুরি (muhuri)। মোটা টাকার পরিবর্তে বিচারকের সই জাল (signature forging) করেছিলেন। কিন্তু শেষ অবধি নিজের কাজ ঠিকমতো উতরে দিতে পারলেন না। সই জাল করে পুলিশের হাতে ধরাই পড়ে গেলেন ওই মুহুরি। ধৃতের নাম অমিত দেবনাথ। তিনি হাওড়া আদালতে (Howrah court) কাজ করেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাওড়া আদালত চত্বরে হইচই শুরু হয়। অভিযুক্তের বিরুদ্ধে জাল নথি তৈরি, সই নকল করে সরকারি কাগজ বানানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে হাওড়া থানা। বুধবার আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির আবেদন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশন।
পুলিশ সূত্রে খবর, অমিত ধানুকা নামের এক বন্দি পকসো মামলায় বিচারাধীন রয়েছেন। তাঁর বিরুদ্ধে হাওড়া আদালতেই মামলা চলছে। তাঁকে ছাড়ানোর জন্যই অমিত দেবনাথ নামের ওই মুহুরির সঙ্গে মোটা টাকার চুক্তি হয়। অমিত জামিন পাবেন না ধরে নিয়েই এই ঝুঁকি নেয়। এরপর জামিনে মুক্তির জন্য হাওড়া আদালতের এক বিচারকের স্বাক্ষর জাল করেন অমিত। এরপর সেই আদেশ পুলিশকে দেখালেই পুলিশের কোনওভাবে সন্দেহ হয়। তারা খোঁজ নিতেই আসল ঘটনা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই কুকর্মে আরও কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
গোটা ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশনের হাওড়া ইউনিট। এ বিষয়ে ওই ইউনিটের সভাপতি সন্তোষ দাস বলেন, "পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আমরা তা নিয়ে কিছু বলতে চাই না। পুলিশ নিজের মতো করে তদন্ত চালাক। তবে আমরা অভিযুক্ত মুহুরিকে সাসপেন্ড করব। বৃহস্পতিবারই বৈঠকে বসা হবে। প্রয়োজনে ওই অভিযুক্ত মুহুরির ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যপদও বাতিল করার জন্য সুপারিশ করা হতে পারে।"
টালিগঞ্জ-কবি সুভাষ লাইনে চলছে ঝুঁকির যাতায়াত, কালবৈশাখীতে মেট্রো বন্ধ রাখার পরামর্শ