শেষ আপডেট: 3rd January 2021 15:26
দ্য ওয়াল ব্যুরো: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে গঙ্গার ঘাটে বস্তায় ভরে ফেলে রাখার অভিযোগ উঠল তরুণী স্ত্রীর বিরুদ্ধে! ৭২ ঘণ্টার মধ্যে গোলাবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, দিন তিনেক আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গঙ্গার ঘাটে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে মনে করা হয়েছিল বস্তাবন্দি মৃতদেহটি জোয়ারের টানে ভেসে এসে গোলাবাড়ির চালপট্টি ঘাটে আটকে গিয়েছে। সেইমতোই অন্য থানাগুলিতে মৃত ব্যক্তির ছবি পাঠিয়ে শনাক্ত করার কাজ শুরু করে গোলাবাড়ি থানার পুলিশ। এর পাশাপাশি গোলাবাড়ি থানা এলাকার চালপট্টি ঘাট ও সেই সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছিল পুলিশ। কারণ অন্য কোনও জায়গা থেকে এই মৃতদেহ ফেলে রেখে যাওয়া হয়েছিল কিনা সেই সন্দেহ প্রথম থেকেই ছিল পুলিশের। সেই সিসিটিভির ফুটেজ নিখুঁতভাবে খতিয়ে দেখতে গিয়েই জাল খোলে এই নৃশংস খুনের ঘটনার। তদন্তকারীরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, পয়লা জানুয়ারী রাত বারোটা নাগাদ একটি মোটরবাইকে হলুদ রঙের ভারী বস্তা নিয়ে গঙ্গার চালপট্টি ঘাটের দিকে যাচ্ছে।এর পরে বাইকটি যেদিক থেকে এসেছিল সেদিকে রাস্তার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখে জানা যায়, মালিপাচঁঘরা থানার ঘুসুরি কুলি লাইনের কাছ থেকে বাইকটি এসেছে। সব ফুটেজ ভাল করে দেখার পরে আজ, রবিবার সকালে গোলাবাড়ি থানার পুলিশ ও মালিপাচঁঘরা থানার পুলিশ জোরকদমে তদন্ত শুরু করে। ওই এলাকায় মৃত ব্যক্তির ছবি দেখাতেই শনাক্ত করা সম্ভব হয়। পুলিশ জানতে পারে, কুলি লাইন এলাকার বাসিন্দা ছিলেন শ্রবণ গুপ্তা (৪৫) নামের ওই ব্যক্তি। এর পরে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের কিনারা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং সাংবাদিকদের জানান, নিহত শ্রবণ সিংয়ের স্ত্রী পিঙ্কি দেবীর সাথে এক বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল গোলাবাড়ি এলাকার বাসিন্দা আমন সিং নামে এক যুবকের। দু'জনে বিয়ে করার সিদ্ধান্তও নেয়। এই সম্পর্কের কথা শ্রবণ জানতে পারলে পারিবারিক অশান্তি শুরু হয়। তখনই আমন ও পিঙ্কি খুনের ছক কষে বলে জেরায় স্বীকার করেছে তারা। শেষমেশ নিজের বাড়ির মধ্যেই শ্বাসরোধ করে শ্রবণকে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত দু'জন ছাড়াও জড়িত ছিল পিঙ্কির মেয়ে। তারা ভেবেছিল, বস্তায় ভরে মৃতদেহ গঙ্গার ঘাটে রেখে এলে তা জলে ভেসে যাবে। কিন্তু গঙ্গায় ভাটা পড়ে যাওয়ায় সেটা হয়নি। ফলে ধরা পড়ে যায় অপরাধ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলাও রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে।সোমবার আদালতে পেশ করা হবে তাদের।