শেষ আপডেট: 11th April 2023 11:54
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: একসঙ্গে কাজ করতে করতে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দু'জন। সম্প্রতি একজন (lover) পরিবারের আপত্তিতে পিছিয়ে আসতেই অপরজন বিয়ে করার দাবিতে বসে পড়লেন ধর্নায় (dharna)। তাঁর কীর্তিকলাপ দেখতে মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমে যায় জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri)।
দিনকয়েক আগে এই ধূপগুড়িরই এক যুবককে বিয়ে করতে চেয়ে কলকাতার দমদম থেকে এসে ধর্নায় বসেছিলেন এক যুবক। 'আমার প্রেমিককে ফিরিয়ে দাও', প্ল্যাকার্ডে এমনই দাবি তুলেছিলেন সেই যুবক। এবার সেই দেখেই কিনা তা জানা না গেলেও ওই ধূপগুড়িতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন অপর এক যুবক।
এই যুবকের বক্তব্য, 'ভালবেসেছি যখন বিয়ে করবই'। এই দাবি তুলে ধূপগুড়ির ভোটপাড়ার খলইগ্রাম লাগোয়া এলাকায় নিজের সঙ্গীর বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেন তিনি। তাঁকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। তারাই ধর্নায় বসে থাকা ওই যুবককে আটক থানায় নিয়ে যায়।
জানা গেছে, ধর্নায় যিনি বসেছিলেন তাঁর বাড়ি মোরঙ্গা চৌপথি সংলগ্ন এলাকায়। তাঁর অভিযোগ, 'তিন-চার-চার বছর আগে একসঙ্গে কাজ করতাম আমরা। সেখান থেকেই ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমার কাছে সব প্রমাণ আছে।'