শেষ আপডেট: 23rd August 2022 11:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার 'অপরাধে' বসিরহাটে এক যুবককে বিষ খাইয়ে মারল (murder) তাঁর প্রেমিকার (lover) পরিবার। ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে বসিরহাট (Basirhat) মহকুমার হাড়োয়া থানার মেটোআইট গ্রামে।
যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের বাড়ির ছেলে মহসীন মোল্লা (২০) শাসন এলাকার এক যুবতীর সঙ্গে প্রেম করতেন। দুজনের মধ্যে বেশ কয়েকমাস ধরেই ভাব-ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সূত্রে গত ২৩ জুলাই প্রেমিকার সঙ্গে দেখা করতে যান মহসীন। সেখানেই ঘটে বিপত্তি। একেবারে পরিকল্পনা মাফিক মহসীনকে তাঁর প্রেমিকার বাড়ির লোকজন বেধড়ক মারধর করে জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দেন।
বাজের ঝলকানিতে গাড়ি পুড়ে ছাই! হইচই হুগলিতে
সেই বিষাক্ত জল পান করার পর ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মহসীন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উত্তর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রায় একমাস যাবৎ চিকিৎসাধীন থাকার পর গতকাল আর জি কর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, ইতিমধ্যেই প্রেমিকার পরিবারের বিরুদ্ধে শাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবকের বাড়ির লোকজন। পাশাপাশি হাড়োয়া থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দুই থানারই পুলিশ।